পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান ৷ 8ܟܠ ܠ এবং থুথুতে এক প্রকার মাইক্রোককাস পাওয়া যায় ; কিন্তু উক্ত মাইক্রোব রোগের কারণ বলিয়া নিৰ্দ্ধারিত হয় নাই। বিস্তৃতি প্ৰণালী-হাম রোগীর খুখুণু ঘৰ্ম্ম ও চৰ্ম্মের ময়লায় সংক্ৰামক বিষ থাকে। কেহ কেহ বলেন, ভিজা ছোবড়া হইতে হামের উৎপত্তি। হাম রোগীর ছোবড়া বিছানায় হামের মাইক্রোব সংলগ্ন থাকিয়া সময় ও অবস্থা বিশেষে পুনৰ্ব্বার রোগ উৎপাদনা করিতে পারে । এই রোগের বীজ অনেক দুর পর্য্যন্ত চালিত হয়। অভিভাবক ও শিক্ষকদের অসাবধানতাবশতঃ সাধারণতঃ বিদ্যালয়ে প্রেরিত রোগাক্রান্ত শিশুদের দ্বারাই এই রোগ বিস্তুত হইয়া পড়ে। তদ্ভিন্ন ধোপা, দরজী প্রভৃতি দ্বারাও এই রোগ ব্যাপ্ত হয়। প্ৰকোপের কালি-শীত ও বসন্তকালেই এই রোগের প্রাদুর্ভাব । লক্ষণ -(১) ইনকুবেশন পিরিয়ড়, পার্কসের মতে ৮ দিন, ব্লাইথের মতে ১১ দিন। ইনিসিয়েটিভ ষ্টেজ বা জুর—সাধারণতঃ ৩ দিন, কখনও বা ৪৫ দিন। ইরূপটিভ ষ্টেজ"-ইরপশন উদগমের পর দিনই খুব অধিক হয়, জ্বরের সপ্তম দিনেই প্রায় মিলাইতে থাকে। অৰ্দ্ধ চন্দ্ৰাকৃতি ইরপশন প্রথমতঃ মুখে, তৎপর টাঙ্কে এবং অবশেষে হস্ত পদাদিতে লক্ষিত হয়। এই রোগে মৃত্যু দ্বিতীয় সপ্তাহেই অধিক । বিলাতে ৫ বৎসরের নিম্ন বয়স্ক শিশুদের প্রতি সহস্ৰে প্ৰায় ৩ জন। এই রোগে মরিয়া থাকে। কলিকাতায় ১৮৮৯ হইতে ৯৩ সাল পৰ্য্যন্ত হামজনিত মৃত্যু সংখ্যা ২৫০ ৷৷ ংক্ৰামক অবস্থা-জ্বরারম্ভ হইতে সর্দি সম্পূর্ণরূপে আরোগ্য হওয়া এবং খোলস উঠিয়া যাওয়া পৰ্য্যন্ত, অর্থাৎ ২৪ সপ্তাহ। নিবারণের উপায়-প্রথম সর্দি অবস্থাতেই হাম সংক্ৰামক ; সুতরাং এই রোগের বিস্তৃতি নিবারণ করা অতি সুকঠিন। রোগীকে পৃথক ভাবে রাখা উচিত ; ইহার থুথু ঘৰ্ম্ম ইত্যাদি পুরাতন জীর্ণবস্ত্রে মুছিয়া, তৎসমুদয় দগ্ধ বা ডিসাইনফেক্ট করা উচিত, এবং মলমূত্রাদি ও ডিসাইনফেক্ট করা আবশ্যক। বিছানা ইত্যাদি উত্তমরূপে ডিস ইনফেক্ট করা বিধেয়। ছাত্রদের মধ্যে রোগের আবির্ভাব হইলে স্কুল বন্ধ করা উচিত। ২৪ সপ্তাহ পৰ্য্যন্ত, অর্থাৎ