পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb.18 সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । (৪) কোন খাদ্য দ্রব্য বিক্ৰয়ের স্থানে রোগীকে রাখিতে দিবে না । সন্দেশ দুগ্ধ প্রভৃতির দোকানে কেহ কলেরাক্রান্ত হইলে ঐ দোকানের কোন দ্রব্য আহার করা অনুচিত । (৫) রোগীর মলে কিম্বা বমিতে সমভাগ ফাইভ পারসেণ্ট কাবলিক লোশন মিশ্রিত করিবে ; অথবা ন্যাকড়া কিম্বা করাতের গুড়া সহযোগে দগ্ধীভূত করিবে । (৬) মূল-সংলিপ্ত বস্ত্ৰাদি অল্প মূল্যের হইলে দগ্ধ করিবে ; মূল্যবান হইলে ফাইভ পারসেণ্ট কাবলিক লোশনে ভিজাইয়া রাখিবো। আরোগ্যলাভ কিম্বা মৃত্যুর পর শয্যা বস্ত্ৰাদি দগ্ধীভূত করা কীৰ্ত্তব্য । গদি প্রভৃতি যে সমুদয় পদার্থ দগ্ধীভূত কিম্বা তরল ডিস ইনফেক্টেণ্ট দ্বারা শোধিত করা যায় না, তাহা গন্ধক ধূম কিম্বা ক্লোরীণ গ্যাস দ্বারা শোধিত করিয়া অনেকক্ষণ পৰ্যন্ত রৌদ্রে উত্তপ্ত ও বায়ুতে শোধিত হইতে দেওয়া উচিত। (৭) মল-লিপ্ত বস্ত্ৰাদি নদী পুষ্করিণী, কুপ প্রভৃতিতে কখনও ধৌত করিবে: না। বস্ত্ৰাদি ধৌত করিলে জলে কলেরার বীজ কিরূপে বিকাশ প্রাপ্ত হয় এবং সেই জল পানে কলেরা কিরূপে ব্যাপ্ত হয়, তাহা পরিশিষ্টের চিত্র দেখিলেই বুঝিতে পারিবে । (৮) যাহারা রোগীর শুশ্রুষা করিবে কিম্বা রোগীকে দেখিতে আসিবে, তাহাদিগকে হস্ত পদ ডিস ইনফেক্ট করিয়া বাহিরে যাইতে হইবে। (৯) ড়েণ ও শ্বেতখানায় ওয়ান পারসেণ্ট করোসিভ সবিমেট লোশন বা বাজারের কাবালক য়্যাসিডের স্যাটউরেটেড সলিউশন ঢালিতে হইবে। (১০) শুশ্ৰষাকারীদের বস্ত্র রৌদ্রে শুষ্ক করিবার পূৰ্ব্বে গরম জলে সিদ্ধ করিতে হইবে । (১১) বাহিরে এমন ভাবে গন্ধক দগ্ধ করিতে হইবে, যাহাতে গন্ধকের ধূম রোগীর গৃহে প্ৰবেশ করিয়া কষ্ট উৎপাদন না করে । (১২) রোগীর আরাম কিম্বা মৃত্যুর পর গৃহ ডিস ইনফেক্ট করিবে । (১৩) রোগীর বাটীতে যাহারা বাস কি যাতায়াত করে কিম্বা সন্নিকটে বাস করে, তাহদের প্রত্যেকের টীকা নেওয়া উচিত । (১৪) কলেরা এপিডেমিকের সময় বাড়ী বাড়ী টাকা দেওয়া কৰ্ত্তব্য ।