পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

99 কুপের “ডেণেজ কোণ” । GNO ময়লা ও বৃক্ষপত্ৰাদি ঔদ্ভিদ ময়লা মিশ্রিত হয়। স্রোতস্বতী জলের ময়লা অধঃস্থ হইয়া (Subsidence), এবং জল-উদ্ভিদ ও অক্সিজেন কর্তৃক বিশোধিত হইয়া বিদূরিত হয়। পার্কস বলেন ভারতবর্ষে নদীশ্রোতের প্রবলতা বশতঃ জলের ময়লা অনেক পরিমাণে শোধিত হয় । (৩) সঞ্চয় স্থানে-পুষ্করিণী, কুপ ও চৌবাচ্চার (Cistern) জল নানাপ্রকারে দুষিত হয়। এ দেশে পুষ্করিণীর জল চতুৰ্ব্বিধ কারণে বিকৃত হয় ; প্রথমতঃ, চতুষ্পার্শ্বস্থ ভূমির ময়লা ধৌত হইয়া মৃত্তিকা ভেদ করিয়া (by percolation) জলে প্ৰবেশ করে ; দ্বিতীয়তঃ, স্নান ও বস্ত্ৰ তৈজসাদি প্ৰক্ষালণ্য বশতঃ জল দূষিত হয় ; তৃতীয়ত খুটা, বঁাশ, পাট, বেত, নৌকা ও রঞ্জিত দেব প্রতিমা প্রভৃতি জলে নিমজ্জিত হয় ; চতুর্থতঃ, তীরস্থ বৃক্ষপাত্ৰাদি পতিত হইয়া পচিতে থাকে। শীত ও বসন্তকালে বাস্পাকার ধারণ (evaporation) বশতঃ জলের পরিমাণের হ্রাস, অতএব সমলতার বৃদ্ধি হয়। কলিকাতার পুষ্করিণী প্রভৃতির জলের ২৪ ঘণ্টায় ২॥০ ইঞ্চি হ্রাস হয়। কূপজল বিকৃতির কুপি জল চতুঃপার্শ্বস্থ ভূমির ময়লা গ্ৰহণ করে। কারণ ৷ অনুচ্চ পাট বিশিষ্ট কূপে বায়ুতাড়িত বা বৃষ্টিধৌত ময়লাদি ও প্রবিষ্ট হয় । জলোত্তালন পাত্রের ময়লা কিম্বা প্ৰক্ষালিত তৈজসাদির ময়লা ও কুপ জলে মিশ্রিত হইতে পারে কৃপ যে ভূমির ময়লা কুপের “ড়ে শেজ কোণ” আকর্ষণ করে, তাহার আকার বিপৰ্য্যস্ত “কোণ” (Drainage Cone.) qi Catts (inverted cone) is &t(3. কুপের ড়েণেজ্য কোণ (drainage cone) কহে। বালুকাময় ভূমির অনেক দূর পর্য্যন্ত এই “কোণ” প্রসারিত হয়। অধ্যাপক আনষ্টেড বলেন কুপ সাধারণতঃ অৰ্দ্ধ মাইলের অধিক দূরস্থ ভূমির ময়লা আকর্ষণ করিতে পারে না । ডাক্তার কিং বলেন ৮০ হষ্টতে ১০০ ফুট গভীর কূপ চতুর্দিকে ৫০ ফুট পৰ্যন্ত “আলগা” মাটির ময়লা আকর্ষণ করিতে পারে। বিলাতে দস্তা কিম্বা গ্যালভেনাইজড কেৰ CoìC&3 (galvanized iron) CBằ<ì55ĩg (cistern) •itầ3 $31 af+\5 পুষ্করিণী বিকৃতির 夺t颈中山