পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No স্বাস্থ্যবিজ্ঞান । অঙ্গার, এবং তৃতীয় কলসীর অৰ্দ্ধভাগে বৃহৎ, কঙ্কর এবং অঙ্গার । চতুর্থ কলসীর মুখ একখানা পরিষ্কার বস্ত্ৰে আচ্ছাদিত হয়। প্রথম কলসীতে জল সিদ্ধ করিয়া ঢালিলে, বিশোধিত হইয়া, চতুর্থ কলসীতে পড়ে। ফিলটার শোধন-নূতন ফিলটার ১০২০ গ্যালন ভাল জল দ্বারা, ধৌত করা উচিত এবং ধূলা প্রভৃতি সমুদয় ময়লা পরিষ্কার করা উচিত। অঙ্গার চূর্ণ বা দানা তিন মাস অন্তরে পোড়াইয়া লাল করিয়া পরিষ্কার জলে ধৌত করা আবশ্যক। অল্প য়্যাসিড ও কণ্ডিস্ ফ্লইডে ধুইয়া রৌদ্রে শুষ্ক করিলেও চলিতে পারে। স্পঞ্জি লৌহ প্ৰায় এক বৎসরকাল অবিকৃত থাকে। যাহা হউক, ইতিপূর্বে ইহার শক্তিক্ষয়ের আভাস পাইলে অগ্নি দ্বারা শোধিত করা উচিত। দ্বিতীয় পরিচ্ছেদ । পরিমাণ । প্রতিদিন কি পরিমাণ জলের প্রয়োজন ? ডাক্তার পার্কস বলেন প্রত্যেক ব্যক্তির প্রতিদিন ১২ গ্যালন জলে এক রকম চলে। কিন্তু ভাল রূপ মানের জন্য আরও ৪ গ্যালন, সুতরাং সৰ্ব্বশুদ্ধ ১৬ গ্যালন জলের @lび邪博エ l পার্কসের জল ব্যবস্থা। ;- গ্যালন PffCes Ei2} রন্ধনের জন্য 夔 叠 ● •ዓ Gr স্নানের জন্য ( স্পঞ্জ বাথ ) 8 g o তৈজস পত্র ও গৃহ প্ৰক্ষালনের জন্য NSD, o বস্ত্ৰ প্ৰক্ষালনের জন্য • • • ΝΟ, ο মোট S R. ob7