পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্বন ডায়ক্সাইডু সেবনের ফল। 8\9 (Lead palsy) হয়। সাদা রং ব্যবসায়ীদেরও এই সমুদয় রোগ হইয়া থাকে। আরশি ব্যবসায়ীদের মার্কিউরিয়েলিজম ( Mercurialism ) হয়। কয়লা খননকারীদের “কলিয়াস থাইসিস’ (Collier’s Pthisis) হয়। সুতা ব্যবসায়ীC育颈 “কটন 3jisisti” (Cotton asthma) a< "kitsi থাইসিস।” (Cotton pthisis) &3, (R) FESF3 97țifLiving substance)-F(afi ব্যাকটিরিয়া, পুষ্পরেণু ইত্যাদি, নিশ্বাস বায়ুর সঙ্গে প্রবেশ করিয়া, সর্দি, হাঁপানি প্রভৃতি রোগ উৎপাদন করে। ডাক্তার বুেকী তৃণপুষ্পরেণু-পূরিত বায়ু সেবন করিয়া “হে ফিবার” (hay-fever ) নামক সর্দি দ্বারা আক্রান্ত হইয়াছিলেন। এইরূপে যে “হে-ফিবার” ও “হে-য়্যাজমা” (hay asthma) হইয়া থাকে তাহাতে সন্দেহ নাই। টানিয়া (Tinea) ও ফেব্বাস (Flavus) নামক দক্র কীট বায়ু চালিত হইয়া চৰ্ম্মে প্রবেশ করে। (৩) কোন কোন সংক্ৰামক রোগের বীজ বায়ু চালিত হইয়া রোগ ব্যাপ্ত করে, যথা বসন্ত, পানবসন্ত, হাম, স্কালেট, ফিবার, ইনফ্লুয়েঞ্জা, টাইফাস্, প্লেগ হুপিং কফ, ডিপথেরিয়া, টিউবার্কিউলার থাইসিস, আন্থ,াক্স, অফ থ্যালমিয়া, এরেসেপেলাস ও হস্পিটাল গ্যাম্বিন ইত্যাদি। ২ । বাষ্পীয় পদার্থজনিত রোগ । (১) কাবান ডায়ক্সাইডু সেবনের ফল—সহস্ত্ৰে ৫০ হইতে ১০০ আয়তন কার্বন ডায়কসাইড প্ৰাণনাশক । সহস্ৰে ১৫/২০ আয়তন কাবান ডায়কসাইড কোন কোন স্থলে কঠিন শিরঃপীড়া উৎপাদন করে। অনধিক ১.৫ হইতে ৩ আয়তন (সহস্ৰে ) থাকিলেও শিরঃপীড়া ও মস্তক ঘূর্ণন হয় ; কিন্তু ইহার কারণ একমাত্ৰ কাবান ডায়কসাইড, নহে, অর্গানিক বাষ্প ও অন্যান্য বাষ্পের বৃদ্ধি এবং অকৃসিজেনের হ্রাস ও ঐ সমুদয় অসুখের কারণ। (২) কাবান মনক্সাইড বায়ুর সহস্রাংশে ৫ অংশের নূ্যন হইলেও বিষাক্ত হয়, এবং ১০ অংশের অধিক হইলে অতি শীঘ্ৰ প্ৰাণ নাশ করে। ইহার দরুন রক্তের লোহিত কণার পৌরালিসিস ( Paralysis ) ও ইহার