পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q 8 স্বাস্থ্যবিজ্ঞান । তাড়িত, কিম্বা বায়ুর অক্সিজেন দ্বারা দগ্ধীভুত হইতেছে, অথবা বৃষ্টি জলে বিধৌত হইয়া অধঃপতিত হইতেছে। বায়ু সঞ্চালনের ব্যবস্থাই গৃহ বায়ু শোধনের সর্বোৎকৃষ্ট উপায় ; কিন্তু সময়ে সময়ে অন্য প্রকার উপায়ও অবলম্বন করিতে হয় । ১ । বায়ুর সৰ্ব্বোৎকৃষ্ট শোধক তাপ। শুষ্ক তাপে কিম্বা তপ্ত জলীয় বাম্পে ব্যাক্টরিয়া বিনষ্ট হয়। ২। কঠিন বায়ু শোধক। ৫ প্রকার ৪— (ক) শুষ্ক স্মৃত্তিকা—মলের দুৰ্গন্ধ ও দোষ নিবারণ করিবার জন্য শুল্ক মৃত্তিকা ব্যবহৃত হয় । (খ) চুণ—ইহা দ্বারা বায়ুর কাবান ডায়ক্সাইড ও সম্ভবতঃ সালফার কম্পাউণ্ডসমূহ বিনষ্ট হয় । (গ) চার্কোল বা অঙ্গর সর্বোৎকৃষ্ট কঠিন বায়ু শোধক। ইহা দ্বারা বায়ুস্থিত নানা প্রকার দূষিত বাষ্প শোষিত ও শোধিত হয় । সুয়ার গ্যাস, রোগীদেৱ দেহ নিঃস্থত বাষ্প, এবং হাইড়ে,াজেন সালফাইড প্রভৃতি বাষ্পের দুৰ্গন্ধ ইহা দ্বারা অতি শীঘ্ৰ বিনষ্ট হয়। অস্থি-অঙ্গারের (Animal charcoal) এই সমুদয় গুণ অত্যন্ত অধিক। ক্ষুদ্র ক্ষুদ্র ঝুড়িতে অঙ্গার ঝুলাইয়া রাখিলে হাসপাতালের বায়ু অনেক পরিমাণে শোধিত হয়। কাঠ-অঙ্গার চূৰ্ণীকৃত করিয়া ব্যবহার করা উচিত । (ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনিসিয়ম কার্বলেট হইতে কাবলিক য়্যাসিড বাষ্প নিৰ্গত হইয়া বায়ু শোধিত করে। (ঙ) আলকাত্ৰা (Coal tar) মিশ্রিত চুণ অনেক সময় ব্যবহৃত হইয়া থাকে । ৩ । তরল (liquid) বায়ু শোধক তিন প্রকার ঃ (ক) লাল কণ্ডিস্ ফুইড ( Red Condy's fluid) () fats ক্লোরাইড Caitsie (Zinc chloride lotion) (9:38 (গ) লোড নাইটেট Caisie (Lead nitrate lotion)-Y থালায় রাখিয়া কিম্বা ঐ লোশনে সিক্ত