পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○ স্বাস্থ্যবিজ্ঞান । আয়োভীন হাইড্রোজেন সলফাইড প্রভৃতির দুৰ্গন্ধ বিনাশ এবং পচনক্রিয়া নিবারণ করে। কিন্তু ইহা শীঘ্ৰ জমাট হয় বলিয়া বায়ুতে সমভাবে মিশ্রিত হয় না । গরম থালায় আয়োভীন রাখিয়া বাষ্পীকৃত করিতে হয় । ব্রোমীন বাষ্প শ্বাস-ক্লেশ উৎপাদন করে এবং সমভাবে বায়ুতে মিশ্রিত হয় না ; এই হেতু ক্লোরীণের ন্যায় ইহার ব্যবহার হয় না। ব্রোমাইড অব পটাসিয়মে ব্রোমীন বিগলিত করিয়া বায়ুতে রাখিতে হয়। নাইটাস য়্যাসিড় অর্গানিক পদার্থ দগ্ধ করে এবং ডেড হাউসের দুৰ্গন্ধ অতি শীত্র নিবারণ করে। কিন্তু ইহা দ্বারা শ্বাস-ক্লেশ, মস্তক ঘূর্ণন, বমনেচ্ছা ও বমি, এমন কি মৃত্যু পৰ্য্যন্ত সংঘটিত হয় ; এইজন্য অতি সাবধানে ব্যবহার করা উচিত। ৩ আউন্স নাইটিক য়্যাসিড ও ৩ আউন্স। জল মিশ্ৰিত করিয়া তাহাতে ১ আউন্স তাম্রখণ্ড নিক্ষেপ করিলে নাইট্রাস য়্যাসিড উৎপন্ন হয়। সালফার ऊाश्कनाङ्ग्रेछु ক্লোরীণ অপেক্ষা নিকৃষ্ট । ১০০০ ঘন ফুট বায়ু শোধন করিতে ১ পাউণ্ড গন্ধক দগ্ধ করা হইয়া থাকে। ইহা দ্বারা হাইড্রোজেন সালফাইড ও য়্যামোনিয়া দূরীভূত হয়, এবং অর্গানিক পদার্থ শোধিত হয় বলিয়া অনুমান করা যায় ; কিন্তু রোগবীজ বিনষ্ট হয় কি না। এ বিষয় সন্দেহ আছে । কার্বলিক য়্যাসিড় একভাগ এবং ঈথাের দুই ভাগ মিশ্ৰিত করিয়া রাখিলে কাবলিক য়্যাসিড বাষ্পীভূত হয়। ওবোন দ্বারা কেহ কেহ পশু-মড়ক-দূষিত বায়ু শোধিত করিয়া থাকেন । ২ ভাগ পটাসিয়াম পাম্যাঙ্গেনেটে ৩ ভাগ স্ট্রং সালফিউরিক স্ন্যাসিড, ক্ৰমশঃ মিশ্রিত করিলে ওঝোন উৎপন্ন হয়। আলকাত্ৰ ধূমে কাবলিক য়্যাসিডের গুণ আছে। ভিনিগার বাষ্প দ্বারা সম্ভবতঃ পচন ক্রিয়া নিবারিত হয়। য়্যামোনিয়া কঠিন পদার্থের পচনক্রিয়া নিবারণ করিতে পারে।