পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর বায়লজিকেল পরীক্ষা । (e অক্সালিক য়্যাসিড সলিউশনের সমান কাবান ভায় কসাইড, বা ৪ × .৫ = ২ কিউবিক সেণ্টিমিটার কার্বন ডায়কসাইড। এই ২ কিউঃ সেণ্টিমিটার কার্বন ডায়ক্সাইড বায়ু হইতে গিয়া চূণের জলে মিশ্রিত হইয়াছে। কাচের পাত্রে ২০৬০ কিউবিক সেণ্টিমিটার বায়ু ধরে ; ইহার ৬০ কিঃ সেণ্টিমিটার চূণের জল দ্বারা অধিকৃত। সুতরাং ঐ বোতলে ২০০০ কিউবিক সেণ্টিমিটার বায়ু ছিল। তন্মধ্যে ২ কিউবিক সেণ্টিমিটার কাবান ডায়কসাইড । অৰ্থাৎ বায়ুর সহস্রে ১ ভাগ কাবান ডায়কসাইড । স্বাস্থ্যকর গৃহ-বায়ুতে ঐ বাষ্প সহস্ত্ৰে ৬ ভাগের অধিক থাকিতে পারে না ; কিন্তু এই বায়ুতে .৪ ভাগ অধিক । (খ) (২) য়্যামােনিয়া, আর্গনিক পদাৰ্থ, बाक्लेप्टेोहेल्ने ७ बाड्नेট্রেট, এবং হাইড্রোজেন সালফাইড পরীক্ষা করিতে হইলে পরিক্ৰত জলে বায়ু মিশ্ৰিত করিয়া জল পরীক্ষা করিতে হয় । জলীয় বাষ্প হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা পরীক্ষণ করা হয়। ৩। আণুবীক্ষণিক পরীক্ষা । পরিক্ৰত জলে বায়ু মিশ্রিত করিয়া ঐ জলের এক বিন্দু কঁচিখণ্ডে লইয়া অণুবীক্ষণ দ্বারা পরীক্ষা করিতে হয়। ৪। বৈজিক বা ব্যাক্টরিওলজিকেল পরীক্ষা। একটা জলপূৰ্ণ পাত্রের সঙ্গে একটী পেপ টােন-পূর্ণ র্কাচের টিউব সংযুক্ত করিয়া জল ক্ৰমশঃ ছাড়িয়া দিলে বায়ুস্থিত ব্যাকটিরিয়া পেপটোনে প্রবিষ্ট হয়। জলের ন্যায় ঐ পেপটোনের ব্যাকটিরিওলজিকেল পরীক্ষা করা হইয়া থাকে ।