পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কু-স বিলাস পাচলি । (t আসা, করি জিজ্ঞাসা কহ যোগী গুণ ধাম । ভালে ধর অদ্ধ শশী; হয়েছ নবীন সন্ন্যাসী মুথে মন্দ মৃদু হাসি; হওন কেন শ্মশানবাসি, কাশীশ্বর ত্যজে কাশী; নিকুঞ্জে উদয় আসি কোন ভিক্ষার অভি লাষী, কোটি তোমার সেবাদাসী, জিজ্ঞাসি সন্ন্যাসী কিবা তব নাম। অপরে অনেক কথা, পাচালি বিচিত্র গাথা, কবিতা নববর্ণিতা, বণিতে অনেক হয় । সপক্ষেপে ঈশ্বর চন্দ্র; রচিয়া পাচালি ছন্দ, কৃষ্ণ চন্দ্রের কপট পরিচয় ৷ ঈশ্বর চন্দ্রে করে দৃষ্ট, মানস পূর্ণ কর কৃষ্ণ ভব কষ্ট কর হে মোচন । দিয়ে আমি মানস পদ্ম, পূজি তব পাদ পন্থ, হৃদ পদ্মে করিয়ে আপণ li - শ্ৰীকৃষ্ণ ব্যাঙ্গ ছলে বৃন্দের নিকট ভেকাশ্ৰয়ের । ‘পরিচয় দেন । সে কেমন,তাহা শ্রবণ করুণ । , গীত রাগিণী ভৈরবী । তাল মধ্যমান। স্ত্রীরাধানাথ রাধার মান করিতে ভঞ্জন । যোগী সেজে কৃষ্ণচন্দ্র নিকুঞ্জে করেন গমন । যোগী যারে না পায় ধ্যানে, সে জন যোগী রাধার মানে, ব্ৰহ্মা র্যারে ব্রহ্ম জ্ঞানে, যোগাসনে করে সাধন ৷ ছড়া । নাম কৃষ্ণচন্দ্র দেব শম্মী, পিতা হলেন গোপ কৰ্ম্ম অসুর কৰ্ম্ম মাতুল মহাশয় । জননী ভোজের মেয়ে; আর এক পিতা কংসালয়ে, কুল৮ প্রয়ে কুলের পরিচয় ॥ বলাই নামে দেব শৰ্ম্ম;