পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাসবিলাস পাচলি । ^( মদন বাণে জীবন দহিল । একে বসন্ত কাল, ভেকিনীর যৌবন কাল, তায় ঋতুকাল উপস্থিত হইল । একে বসন্ত ঋতু, ভেকিনী হুইল ঋত, ভিত হয়ে চিন্তে অনুক্ষণ । উপস্থিত হইল কাল, পতি ৱিনে ঋতুকাল, ঋতু বর্তীর ঋতু কে করে রক্ষণ ॥ পতি নাই নিজ বাসে, ঋতু রক্ষে হয় কিসে, ভেকিনী হইল চিন্তিত। অলি বৈসে কমল দলে; ইশারায় ভেকিনী বলে, মদন বাণে হয়ে সশঙ্কিত ॥ভেকিনী কয় মধু কর, অাছে মম শান্য ঘর, দেশান্তর গেছে নিজ প্রতি । একে বসন্ত ঋতু, তাঙ্গে হয়েছে ঋন্তু, গতি বিনে হইলাম ঋতুবতী। হয়ে তুমি সত র পক্ষে, কর মম ঋতু রক্ষে, এই ভিক্ষে মাগি-তব স্থান । রক্ষে কর পতির কৰ্ম্ম, ঋতু রক্ষেয় আছে ধৰ্ম্ম, পতি হয়ে সতীরে দেহি রতি দান। ঈশ্বরচন্দ্র বলে আল, যাচিঙ্গে করে কমল কল, জাচিঙ্গে পূর্ণ করিতেতো হয়। যাচার স্ত্র যাচা অন্ন, গ্রহেণতে হয় অনেক পুণ্য, যাচিঙ্গে ত্যাগ করা উচিত নয় । যাচিঙ্গে করে বিফল; পেলে তার প্রতিফল, কচ, -নামে হয় শুক্র ভক্ত । যাচিঙ্গে ল^ঘনের পাপ, পুরুষে পায় মনস্তাপ, ভারত পুরাণে অাছে ব্যক্ত। ভ্রমরের প্রত্যুত্তর । সে কেমন তা শুন । গীত রাগিণী থাম্বাজ- তাল খেমটাt বিনয়ে বলি, অলি কমলে বসন । মদনের বাণে আর প্রাণে বাচিন ॥ নারী হয়ে সাধি