পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ঙ হ'ল বিলাস পাঁচালি! হলো যেমন হেগো রোগির পত্তি । জলার শামুক সমুত্রে পড়ে ধরে সAথ মূৰ্ত্তি । ঘর পোডাতে জুগি মরে হলো ব্ৰহ্মদত্তি ৷ বাঘের বাপের শ্রাদ্ধ কালে বিড়াল বৃষ মূৰ্ত্তি প্রেম বিকারে থেলারামের হোলে উঠেছে পিত্তি। জোলার ছেলে কাছ খুলে নামাজে হলেন ভৰ্ত্তি। কুত্তার মাথায় মাণিক জ্বলে মত পোরেছেন কুক্তি । যেমন মুক্তরামকে সুক্তর বোলে দিয়ে ছিলাম পত্তি । যেমন রাজ কন্যার সয়ম্বরে কোটাল পুত্ৰ ভত্তি । নেড়িমারার করে যেমন নেড়িরভাতে পত্তি। যেমন বেড়ে কুকুর ঘুঘুর ,” ඵ්. সভায় ধরে ব্যঘ্ৰ মূৰ্ত্তি। তেমি বেটি ভেকিনী হয়ে রাথিলেন এক কীৰ্ত্তি। ঈশ্বরচন্দ্র বলে আমার বিদ্যা ব্যবসা বুৰ্ত্তি আছি কৃষ্ণ প্রাপ্ত হবে বোলে শিব পূজায় ভৰ্ত্তি ৷ গীত রাগিণী ভৈরবী । তাল মধ্যমান। ওলো ভেকিনী সাবাস সাবাসি তোরে । ভেকিনী হয়ে বসিলি পদ্ম পরে। ধন্য২ তোরে ধনী, হয়ে কচুবনের ভেকিনী; ভ্রমর লয়ে করিলি মজ। ডুবে প্রেম সাগরে ৷ ভেকের দেশাগমন ৷ ” - ভূড় । কতেক দিনের পর, ভক্ষ লয়ে ভেকবর, ত্যজি দেশ দেশান্তর, নিজালয় আইল । দেখিয়ে ভেকের সতী; গৃহে আইল নিজ পতিপতির নিকটে সতী আসিয়ে মিলিল ৷ অপরে কমল বনে, ভেক ভঞ্চিমী দই জনে, দিবাকর অবসানে, যামিনী