পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ হ^স বিলাস পাচলি । রাজহ^স, ত্যাজ্য করে মৎস্য মা^স; হ৭সের সভায় আলি উড়ে। একি তোর বুকের পাট এমন বুদ্ধি দিলে কেটা, জোলার ছেলের শিরে জটী, বানরের কপালে যজ্ঞ ফোট হলোতোর বুদ্ধি মোটা, সাধুর মহৎসবে অনিলি পঠা, পাকা অম্ েকাকের ঘটা হ'সের কুলে রাখতে খোটা ধেয়ে আলি পাজি বেটা, শুনরে উদগেড়ে ৷ - ছড়া । তুই নিজে হলি অভদ্র, বোধ নাই তোর ভদ্রাভদ্র; তোর ভদ্রাসন বৃক্ষ ডালে । তুই দেখে দিব্য ধরাসন, পেলি বেটা ভদ্রাসন, হ^সাসনে মিলে । যদি তোর কপাল গুণে, বসিতে পারিস হশৰ্মাসনে, ধরাসনে পাতি অণশ । তবু তোকে বলিবে লোকে; ডোমচিল বেটা হয়েছে রাজহ^স ৷ ঈশ্বর কয়, উচিত নয়, ভদ্র অভদ্র হতে । ভদ্র লোকের দেথে ভদ্র, অভদ্র হলো ভদ্র ভদ্রত। স্বরিতে ৷ যেমন ধনী হলে ইতরের ছেলে; মুথে তারে ভদ্র বলে, অন্তর মধ্যে গুণে নীচ । যেমন অকাল চাষচযে চাষ, ত্যাজ্য করে ফলের আশা, আশ্বিন মাসে রোপন করে বীচ ৷ আশ্বিন মাসে হবে ধান, সে কথার কে করে মান্য, তবে মান্য মান চাষের রাখা। তেমি ইতরের কুলে ধনী হলে ইতরের ছেলে; তারে লোকে ভদ্র বলে, সে ভদ্র লয় কিবল তারে আদর করে ডাকা । যেমন ব্রাহ্মণ তপস্যায়সিদ্ধ পরম গোসাঞি। সাধুর নিতে যেই বৈষ্ণব তার তুল্য নাই । ক্ষত্রি বৈশ্য কায়হ