পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ’ল বিলাস পাচলি । ని ন্ডোম চিলকে রাজহংস ভৎসনা করে । সে কেমন তাহা শ্রবণ করুণ । ছড়া । শুনরে মূর্থ দুরাশয় ঢাষারে কি নামাজ শয় ভূতেরে কি ভূপতির কৰ্ম্ম সাজে । হয়ে পলু কলেবর, ল৭ঘিতে চাও গিরিবর, অস্তুজের অনন্ত শয্যা দেথে মরি লাজে ৷ ছড়া । মরি মরি কি দুদ্দশ; বাঘের গৃহে ঘেগের বাস, মৃগ শৃঙ্গে বৈসে মশা ছাগ মুথে সি^হের ভাষা, রাজক পুএ প্রিয় পাস, কনকাসনে :ৈসে চাষ, অমু গাছে ফলে সশ সিংহের দুদ্ধে ভেকের আশ স্বৰ্ণপাত্রে তামুকোষ, বানরের হাতে খড়গ ভূষা, বালতির ছেলের অতিথ পোষা,পদ্মমুথির ভগ্ন নাসা বেশ্যার মুথে সতীৰ্থভাষা, ছুচোর গায়ে আতর ঘস, কোটাল পুত্রের আফিঙ্গের নৈসা মাত ঙ্গের শিরে পতঙ্গের বাস), ঈশ্বর চন্দ্রের বিদ্যা পেস। পাহাড়পুরে করে বাসা, কবি তন্ত্র কবি ভাষা গুরু প্রদে সদা আশ ৷ গীত রাগিণী বিভাষ । তাল এক তল । কেন বিপিন বৃক্ষ ত্যাজ্য করে নিজ বাস। হ^সের সভায় আলি কোন আশয়ে করে আশা। শুন ওরেপক্ষবর, বাস তোর বৃক্ষপর তোরে স্থল দিয়েছেন বিধিবরং কোন আশয়ে করে আশা হ^সের সভায় হলো আসা; অতি অসম্ভব রে তোর বিষম ভরসা ৷ o, ভূড়া । তুই নিজেবেট ডোমের অশ হতে চাস