পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$ হ^স বিলাস পাঁচালি । করে। মরি মরি কি দুৰ্দ্দশা, বিষম রে তোর ভরসা; থেদে দহে প্রাণ । বাঘের গৃহুে ঘোগের বাস, তাই ভাবিরে অন্তরে ৷ হ^সের প্রতি চিলের প্রত্ত্বাত্তর । , ছড়া। কি কথা বলিলি হ^স; আমি হই চিলের অ^\শ, ত্যfজ্য করে-মৎস্য মাণ\স, তোর সভাতে এসেছি উড়ে তোয় আমায় একঅঙ্গ,একজাতি বিহু জ, বিচ্ছেদ কোরন৷ নেজড় নেড়ে আমায় জমি ভাব তুচ্ছ, তোমাহৈতে আমি উচ্চ, সে কেমন উচ্চ শুন রে তার প্রমাণ। বিধি তোরে দিলেন পাথা, উড়িতে নারিস ওরে বোকা, থাকিতে পাথা শুনরে বোকা, ধরায় করিস গমন । করে আমি পাথায় ভর; উড়িদিগ দিগান্তর; অগোচর কিছু আমার নাই। যদ্যপি মনেতে করি, স্বগ পুরে যেতে পারি, কোটি তীর্থ চক্ষে দেখিতৃেপাই ॥কত সাধু মহাজন,পায়ন তীর্থ দরশন, পর্যটন মাত্র সার । হেন তীর্থ অনায়াসে, দেথি ভাই বৃক্ষে বসে সমন বাসে গমন এবার হবে না আমার ॥কভ তীর্থ কৈলু অভিষেক, বাকি আছে নিতে ভেক, হতে তীৰ্থ বাসি । মিছে কাজে গেল দিন, পরি ভাই ডোর কৌপিন মনের মত পেলে সেবাদাসী ৷ এই পুণ্য অভিলাষে, এসেছিতোমার বাসে অনায়াসে হুও কৃপাবান। শুন হ৭স গুণমণি, তোমার এক হ^সিনী, আমায় কর সম্প্রদান ৷ হয়ে গৌর প্রেমে বিভোল, করি তবে কণ্ঠী বদল তোমা হৈতে পাই সেবাদামী । মিছে কাষে দিন