পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 হ^স বিলাস পাচালি । হরি মামে রুচি হইবে হরিষে । যেমন রোগির ৰুচি মৎস্য পোড়া, হাকিমের রুচি হুকুমে থাড় লুস্তির রুচি দুম্ব ভূেডা ভিক্ষের রুচি তুম্ব ভাড; গোষ্টের রুচি দৃশ্ব শাড়, ভেকের রুচি দুষ রাড ভণ্ডের রুচি গোপাল ভাড, দুগ্ধ রাড বিনে তুম্ব ভাড শুদ্ধ হবে কিসে ll. মিছে হ^স কোরনা গোল; করে দেও কণ্ঠী বদল, বাজায়ে থোল গেীর গুণ, গাই । মিছে কাযে গেল দিন, পর ভাই ডোর কৌপিন, চল সভে তীৰ্থ বাসে যাই ৷ চিলের শুনে প্রত্যুত্তর, নিঃ জবাবি হ৭সবর, একত্তর ভেকাশ্ৰিত হৈল। পূর্ণ কর অভিলাষ, চলে সভে তীর্থ বাস, দাস ঈশ্বরচন্দ্র বিরচিল । , - গীত রাগিণী ভৈরবী । তাল মধ্যেমান । শ্ৰীগৌরাঙ্গ হে আমার এই রসনা । দিবে নিশি রাখে যেন তব নামে বাসন ৷ ব্ৰজ লীলা করে সাঙ্গ, নদেয় হলেন শ্ৰীগৌরাঙ্গ ত্রিভঙ্গ গৌরাঙ্গ হলে নাশিতে , জীবের . জাতন । ঈশ্বরচন্দ্র দাসে বলে, দিও চরণ অন্তকালে, কাঙ্গাল বোলে গৌরাঙ্গ হে কোরন প্রতারণা ৷৷ রাজ হ^স ও আতায়ী পক্ষের উপাক্ষণ সমাপ্ত-।