পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ হ^স বিলাস পাচালি । মৃত্যু কালে মত্তে জানল্যেই পাবে । গীত রাগিনী থাম্বাজ । তাল খেমটা । তপজপ করকি ভাই কলিতেকি সাধন আছে ভণ্ড বেটার এক কাণ্ডকরে পূজা করে মিছে মিছে । কার গায় নামাবলি, কেহ ডাকে গেীর বলি, কেহ বলে বলিহারি যাই; কোন টে। ভস্ম মেথে গঙ্গাতীরে পড়ে আছে । ছড়া । অতিথ গেলে গৃহস্তের বাড়ী, লত। করে ধরে হাড়ি, বলে আমার হাত আছে মোড় । ছেলে পুলে নাইক ঘরে, কেবা ভিক্ষে দেয় তোমারে; ফিরে বাছা দেথ অন্য পাড়া ৷ অতিথ কি আর করে বল, কযে-কাযেই ফির্তে হলেন মনেই দুঃখিত হয়ে অতি । থাক্তে চাল দিলেন ফা কটায়্যাদেথে দিয়ে উকি, অতিথকরে অন্যগৃহে গতি ॥ হাসি২ মনকে বুঝায়, খুব ফাকি দিয়েছি বেটায়, এম্কিরে কাটাতেপাল্যেই হলো । কেনদিব এক মুঠ, বেটাকি হয়েছে ষ্টুট, থেটে থেতে নিবের কে করেছে বল’৷ মরি বেটার দেথে যষ্টব্য থাক্তে গতর হয়েছে বৈষ্ণব; থেটে থেতেকি গতর নাই ৷ এমনলয় যে বৃদ্ধ হোস্ বেটা যেন কালমোস্ ভিক্ষে, র ছলে বেড়ায় সকল ঠাই ৷ কপালে তিলকের চড়া, - হাড়িকাট করেছে থাড়া; গলায় মালাএক ঝুড়ি । অঙ্গেতে কাটিলেন ছাপা, হলেন যেন সাধুর বাবা, ভিক্ষার্থে যানবাড়ী২ ॥fভক্ষায় যান গৃহস্তের বাড়ী যদি দেখে শুন্য বাড়ী, আড়িপেতে দাণ্ডায় বাড়ি