পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হংস বিলাস পাঁচালি। ৪৯ যম হুঙ্গমে যাহার'৷ যে করাতে উপাৰ্জ্জন কল্যে নানা রত্ন ধন, এষুি করাত আছে যমের হোসে। দূত মিস্ত্রি আছে বরাত, যমহোসে চালায় করাত, সেই করাত কে ভয় রেথ হে মানসে ৷ * গীত রাগিণী ভৈরবী। তাল মধ্যেমান। দিনবন্ধু দিন গেল দিন হিনে কর করুণা ৷ দিনের দিনে তনু তরির অবশ হলো রমনা । হরিতে জীবের আতঙ্গ, নদেয় হলেন স্ত্রীগেীরা क, मग्नो कब्र :इ (ओब्राक् बूझाe ভব জাতন ৷ কলির মহান্তের রস্থাস্য । ছড়া । কন্২ মহান্ত দেড়ে, থাক্ত গঙ্গাতীরে পড়ে, ভুড়ে বেটারাগাঠাজন। গলেতে মহর গাথা কোন বটার পোদে কাথা, গায়ে ভষ্ম তপে আহরণ গাঞ্জায় লাগাত দম; মুথে বল্ বম্২, কম গাঞ্জয় দিন নাছি যেত । দাল রুটি ঘি থিচড়ি, থেত বেটারা কাড়িং, এত কঁাড়ি কোথা হৈতে পেত । সাহেব শুভ করে শুভে, কয়েদ করিল সভে, "সেই ভয়ে মহান্ত পলাইল । কত মহান্ত ফেলে দাড়ি, উত্তর পানে দিলেন পাড়ি, দাড়ি ফেলা এক রব রটে গেল ৷ মহান্ত নাই গঙ্গাতীরে, গেল ll 4 ll