পাতা:হঠাৎ নবাব.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'S)\ు হঠাৎ নবাব । জুর্দা । ষ্টা ক্রমাগত যদি সেলাষ্টগুল খুলে যায় তাহলে বটে। আর ভূমি আমার যে জুতো তৈরি করিয়ে দিয়েছ সে ও এমনি কষা যে ভয়ানক পায়ে লাগে । দর্জি । না মশায় আদপে লাগে না । জুদ। কি! আদপে লাগে না ? দর্জি । না মহাশয় আপনার পায়ে লাগে না । জুদা। । আমি বলচি আমার লাগে । দর্জি। সে আপনার কল্পন। জুদা। আমার লাগচে বলেই কল্পন। কচ্চি। দজি । দেখুন সমস্ত রাজবাড়িতে 3 এমন সরেশ মনানসই পোষাকের সুট নাই । কাল রং ন হয়ে ও সে এমন ভদ্র রকম কাপড় হতে পারে স কেবল কারিগরের বাহাদুরি। আর শর্মি বাজি রাখতে পারি, খুব ভাল ভাল কারিগরের দশবার .চষ্টা ক'রে এই রকম পোষাক তৈরি করতে পারে না | জু । । এ আবার কি ? ফুলগুল সব নীচের দিকে মুখ ক’রে রেখে েদেখচি । দর্জি। আপনি তে। অামাকে বলেন নি সে উপর f ক্ষে মুখ ক’রে রাখতে হবে। জুদা। তা কি আবার বলতে হবে ? দর্জি। বলতে হবে বৈ কি। কেন না, বড় লোকর। সবাই এই রকম প'রে থাকেন।