পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 আদিপুস্তক } [৮ অধ্যায় । এক সপ্তাহ গত হইলে নোহ সেই কপোতকে উড়া ইয়া দিল, কিন্তু সে তাহার নিকটে আর ফিরিয়া ১৩ আইল না। নোহের বয়সের ছয় শত এক বৎসরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীতে জল শুষ্ক হওনের উপক্রম হইল ; তাহাতে নোহ জাহাজের ছাত খুলি১s য়। অবলোকন করিয়া ভূমিকে শুষ্ক দেখিল । এইৰূপে দ্বিতীয় মাসের সাতাইশ দিনে পৃথিবী শুষ্ক হইল। ৪২ ১৫ পরে ঈশ্বর নোহকে কছিলেন, তুমি এখন আপন স্ত্রী ও ১৬ পুত্ৰগণ ও পুত্রবধূগণুকে সঙ্গে লইয়া জাহাজহইতে ১৭ নাম । এবং তোমার সহিত যে পশু ও পক্ষী ও পৃথিবীর উরোগামী প্রভৃতি জীবজন্তু আছে, সেই সকলকে তোমার সঙ্গে বাহিরে অগন ; তাহাতে তাহার। ১৮ পৃথিবীতে অনেক হউক এবং পৃথিবীতে প্রজাবন্ত ও বহুবংশ হউক। তখন নোহ আপন স্ত্রী ও পুত্ৰগণ ও ১৯ পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে নামিল । এবং স্ব২ জাত্যনুসারে প্রত্যেক পশু ও পক্ষী ওউরোগামী ও তাবৎ ভূচর জন্তু নির্গত হইল। ২• অনন্তর নোহ পরমেশূরের উদ্দেশ যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়া কতক শুচি পশু ও শুচি পক্ষী লইয়া বেদির ২১ উপরে হোম করিল। তাহতে পরমেশ্বর তাহার ক্ষু সৌরভ আঘাণ করিয়া মনে কছিলেন, মনুষ্যদের দোষে পৃথিবীকে আর অভিশাপ দিবনা; যদ্যপি বাল্য 鲇

  1. ইত্ৰ) বিশ্রামের ।