পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
সম্পাদনা সারাংশ নেই
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১১ নং লাইন: ১১ নং লাইন:
সে দিন হইতে আমারে হেরিলে
সে দিন হইতে আমারে হেরিলে
{{gap}}ললিতা সরমে মরিয়া যায়!
{{gap}}ললিতা সরমে মরিয়া যায়!
{{block center/e}}{{overfloat left|মুরলা।—আহা, কেন বাধা দিতে গেলি তাহদের কাছে?}}
{{block center/e}}{{overfloat left|মুরলা।—আহা, কেন বাধা দিতে গেলি তাহাদের কাছে?}}
{{overfloat left|চপলা।—বাধা না পাইলে সখি সুখেতে কি সুখ আছে?}}
{{overfloat left|চপলা।—বাধা না পাইলে সখি সুখেতে কি সুখ আছে?}}
{{overfloat left|মুরলা।—সূর্য্যমুখী ফুল সখি আমি ভালবাসি বড়,}}
{{overfloat left|মুরলা।—সূর্য্যমুখী ফুল সখি আমি ভালবাসি বড়,}}

০২:৫০, ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ ।

 সুমুখে পড়িনু আসি,
করতালি দিয়ে উপহাস কত
 করিলাম হাসি হাসি!
ললিতা অমনি চমকি উঠিল,
মুখেতে একটি কথা না ফুটিল,
আকুল ব্যাকুল হইয়া সরমে
 লুকাতে ঠাঁই না পায়,
ছুটিয়ে পলায়ে এলেম অমনি
হেসে হেসে আর বাঁচিনে সজনি,
সে দিন হইতে আমারে হেরিলে
 ললিতা সরমে মরিয়া যায়!

মুরলা।—আহা, কেন বাধা দিতে গেলি তাহাদের কাছে? 

চপলা।—বাধা না পাইলে সখি সুখেতে কি সুখ আছে? 
মুরলা।—সূর্য্যমুখী ফুল সখি আমি ভালবাসি বড়, 
দু চারিটি তুলে এনে আজিকে করিস জড়!
মনে বড় সাধ তার দেখে রবি-মুখ পানে,
রবি যেথা, মাথা তার লোয়ে যায় সেইখানে;
তবু মনোআশা হায়, মনেই মিশায়ে যায়,
মুখানি তুলিতে নারে সরমেতে জড়সড়!
সে ফুলে সাজাবি দেহ লাজময়ী ললিতার,
লজ্জাবতী পাতা দিয়ে ঢাকিবি শয়ন তার;
কমল আনিয়া তুলি, লাজে-রাঙা পাপ্‌ড়ি গুলি
গাঁথি গাঁথি নিরমিয়া দিবি ঘোমটার ধার!
পাতা-ঢাকা আধ-ফুটো লাজুক গোলাপ দুটো