পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh||প্রথম সর্গ ।|৭}}
{{block center/s}}
{{block center/s}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
প্রথম সর্গ।
{{overfloat left|depth=5em|মুরলা।—মাথা খা, চপলা, মোরে জ্বালাসনে আর!}}
মুরলা —মাথা খা, চপলা, মোরে জালাসনে আর ! চপলা।—ভাল সই, জালাবনা চলিচু এবার !
{{overfloat left|depth=5em|চপলা।—ভাল সই, জ্বালাবনা চলিনু এবার!}}
(গমনোদ্যম ; পুনৰ্ব্বার ফিরিয়া আসিরী) নানা সখি, এই আঁধার কাননে
{{gap}}(গমনোদ্যম; পুনর্ব্বার ফিরিয়া আসিয়া)
একেলা রাখিয়া তোরে কোথায় যাইব বল্দিখি তুই,
না না সখি, এই আঁধার কাননে
যাইব কেমন কোরে ? তোরে ছেড়ে আমি পারি কি থাকিতে ?
{{gap}}একেলা রাখিয়া তোরে
ভালবাসি তোরে কত ! আমি যদি সখি, হোতেম তোমার,
কোথায় যাইব বল্ দিখি তুই,
পুরুষ মনের মত, সারাদিন তোরে রাখিতাম ধোরে, .
{{gap}}যাইব কেমন কোরে?
বেঁধে রাখিতাম হিয়ে, একটুকু হাসি কিনিতাম তোর শতেক চুম্বন দিয়ে ! অমিয়া-মাখানে মুখানি তোমার দেখে দেখে সাধ মিটিতন আর, ও মুখানি লোয়ে কি যে করিতাম, বুকের কোথায় ঢেকে রাখিতাম,
তোরে ছেড়ে আমি পারি কি থাকিতে?
ভাবিয়া পেতাম তা কি ? সখি, কার তুমি ভালবাসা তরে ভাবিছ অমন দিনরাত ধোরে, পায়ে পড়ি তব খুলে বল তাহ।
{{gap}}ভালবাসি তোরে কত!
কি হবে রাখিয়া ঢাকি ?
আমি যদি সখি, হোতেম তোমার
{{gap}}পুরুষ মনের মত,
সারাদিন তোরে রাখিতাম ধোরে,
{{gap}}বেঁধে রাখিতাম হিয়ে,
একটুকু হাসি কিনিতাম তোর
{{gap}}শতেক চুম্বন দিয়ে!
অমিয়া-মাখানো মুখানি তোমার
দেখে দেখে সাধ মিটিতনা আর,
ও মুখানি লোয়ে কি যে করিতাম,
বুকের কোথায় ঢেকে রাখিতাম,
{{gap}}ভাবিয়া পেতাম তা’ কি?
সখি, কার তুমি ভালবাসা তরে
ভাবিছ অমন দিনরাত ধোরে,
পায়ে পড়ি তব খুলে বল তাহা
{{gap}}কি হবে রাখিয়া ঢাকি?
</poem>
পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{block center/e}}
{{block center/e}}

০৩:২৬, ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ ।


মুরলা।—মাথা খা, চপলা, মোরে জ্বালাসনে আর! 
চপলা।—ভাল সই, জ্বালাবনা চলিনু এবার! 
 (গমনোদ্যম; পুনর্ব্বার ফিরিয়া আসিয়া)
না না সখি, এই আঁধার কাননে
 একেলা রাখিয়া তোরে
কোথায় যাইব বল্ দিখি তুই,
 যাইব কেমন কোরে?
তোরে ছেড়ে আমি পারি কি থাকিতে?
 ভালবাসি তোরে কত!
আমি যদি সখি, হোতেম তোমার
 পুরুষ মনের মত,
সারাদিন তোরে রাখিতাম ধোরে,
 বেঁধে রাখিতাম হিয়ে,
একটুকু হাসি কিনিতাম তোর
 শতেক চুম্বন দিয়ে!
অমিয়া-মাখানো মুখানি তোমার
দেখে দেখে সাধ মিটিতনা আর,
ও মুখানি লোয়ে কি যে করিতাম,
বুকের কোথায় ঢেকে রাখিতাম,
 ভাবিয়া পেতাম তা’ কি?
সখি, কার তুমি ভালবাসা তরে
ভাবিছ অমন দিনরাত ধোরে,
পায়ে পড়ি তব খুলে বল তাহা
 কি হবে রাখিয়া ঢাকি?