পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Pywikibot touch edit
Preetidipto.21 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{larger|{{block right|আকাশ-প্রদীপ}}}}
{{block center/s}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
আকাশ-প্রদীপ
কৃপণ কৃপার ভাঙা কণা একটুক মনে দেয় নাই মুখ। । সে যুগের শেষে আজ বলি হেসে
:::কৃপণ কৃপার ভাঙা কণা একটুক
:::::::মনে দেয় নাই সুখ।
::সে যুগের শেষে আজ বলি হেসে
কম কি সে কৌতুক যতটুকু ছিল ভাগ্যে,
:::::::কম কি সে কৌতুক
::::::যতটুকু ছিল ভাগ্যে,
দুঃখের কথা থাক্ গে।
:::::::দুঃখের কথা থাক্ গে।

পঞ্চমী তিথি
::::::::::::পঞ্চমী তিথি
বনের আড়াল থেকে দেখা দিয়েছিল
:::::::::::::::বনের আড়াল থেকে
ছায়া দিয়ে মুখ ঢেকে। মহা আক্ষেপে বলেছি সেদিন
::::::::::::দেখা দিয়েছিল
এ ছল কিসের জন্ত । পরিতাপে জ্বলি’ আজ আমি বলি,—
:::::::::::::::ছায়া দিয়ে মুখ ঢেকে।
শিকি চাদিনীর আলো দেউলে নিশার অমাবস্তার
::::::::::::মহা আক্ষেপে বলেছি সেদিন
চেয়ে যে অনেক ভালো |
:::::::::::::::এ ছল কিসের জন্য।
বলি, আরবার এসে ধর্মী, এসো,
পরিতাপে জ্বলি’ আজ আমি বলি,—
চাপা হাসিটুকু হেসো, আধখানি বেঁকে ছলনায় ঢেকে
::::শিকি চাঁদিনীর আলো
না জানিয়ে ভালবেসে । f দয়া, ফাকি নামে গণ্য, k
দেউলে নিশার অমাবস্যার
আমারে করুক ধন্য।
::::চেয়ে যে অনেক ভালো।
২৩
::::::বলি, আরবার এসে পঞ্চমী, এসো,
::::::::চাপা হাসিটুকু হেসো,
::::আধখানি বেঁকে ছলনায় ঢেকে
::::::::না জানিয়ে ভালবেসো ।
:::::দয়া, ফাঁকি নামে গণ্য,
:::::::আমারে করুক ধন্য।
</poem>
পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{block center/e}} {{rh||২৩|}}

০৮:৫৮, ৩ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আকাশ-প্রদীপ

কৃপণ কৃপার ভাঙা কণা একটুক
মনে দেয় নাই সুখ।
সে যুগের শেষে আজ বলি হেসে
কম কি সে কৌতুক
যতটুকু ছিল ভাগ্যে,
দুঃখের কথা থাক্ গে।

পঞ্চমী তিথি
বনের আড়াল থেকে
দেখা দিয়েছিল
ছায়া দিয়ে মুখ ঢেকে।
মহা আক্ষেপে বলেছি সেদিন
এ ছল কিসের জন্য।
পরিতাপে জ্বলি’ আজ আমি বলি,—
শিকি চাঁদিনীর আলো
দেউলে নিশার অমাবস্যার
চেয়ে যে অনেক ভালো।
বলি, আরবার এসে পঞ্চমী, এসো,
চাপা হাসিটুকু হেসো,
আধখানি বেঁকে ছলনায় ঢেকে
না জানিয়ে ভালবেসো ।
দয়া, ফাঁকি নামে গণ্য,
আমারে করুক ধন্য।

২৩