পাতা:হরিলক্ষ্মী.djvu/৮০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Bellayet (আলোচনা | অবদান)
Pritam8981682009 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়েছে
+
বৈধকরণ
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
২১ নং লাইন: ২১ নং লাইন:
কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল তাহার
কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল তাহার
কোটালপুত্র - সে এমন উপকথা সুরু করিল যাহা পরের কাছে
কোটালপুত্র - সে এমন উপকথা সুরু করিল যাহা পরের কাছে
তাহার শেখা নয় - নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে
তাহার শেখা নয় - নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে

১১:৪৫, ৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অভাগীর স্বর্গ

জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাঁতাটা পেতে দেব মা, শুবি?

মা চুপ করিয়া রহিল। কাঙালী মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে বালিশটা পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে, মা কহিল, কাঙালী, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই।

কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালীর খুব ভাল লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো ত তা হলে দেবে না মা!

না দিক গে - আয় তোকে রূপকথা বলি।

আর প্রলুব্ধ করিতে হইল না, কাঙালী তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তা হলে। রাজপুত্তুর কোটাল- পুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া -

অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত্ত-কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল তাহার কোটালপুত্র - সে এমন উপকথা সুরু করিল যাহা পরের কাছে

তাহার শেখা নয় - নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে

৭৭