বিষয়বস্তুতে চলুন

সাহায্য:কপিরাইট/মুক্তি

উইকিসংকলন থেকে
প্রবেশদ্বার


ভূমিকা
উইকিসংকলনে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ তা জানুন।

পাবলিক ডোমেইন
পাবলিক ডোমেইন বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কিভাবে তা নির্ণয় করা হয় তা জানুন।

মুক্ত লাইসেন্স
মুক্ত লাইসেন্স বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কোন কোন মুক্ত লাইসেন্সের বইপত্র রাখা হয় তা জানুন।

কপিরাইটের মুক্তি
কোন সাহিত্যকর্মের কপিরাইটের মালিক কিভাবে উইকিসংকলনে তাঁর কপিরাইটাধীন বইপত্র রাখতে পারবেন তা জানুন।

নির্দেশিকা
উইকিসংকলনের বিভিন্ন পাতায় কপিরাইট সংক্রান্ত তথ্য কিভাবে দিতে হবে তা জানুন।

ট্যাগ
উইকিসংকলনে কি কি কপিরাইট লাইসেন্স ব্যবহার করা যায় তা জানুন।



 কোন সাহিত্যকর্মের কপিরাইট যাঁর কাছে আইনতঃ ভাবে রয়েছে (যেমন: লেখক, লেখকের উত্তরাধিকারী, প্রকাশক ইত্যাদি), তিনি চাইলে তাঁর পূর্ব-প্রকাশিত সাহিত্যকর্মের কপিরাইট কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে মুক্ত করে উইকিসংকলনে রাখতে পারেন।

 তবে, উইকিসংকলনে শুধুমাত্র ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ৪.০ ইন্টারন্যাশনাল এবং ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার অ্যালাইক ৪.০ ইন্টারন্যাশনাল লাইসেন্স গ্রহণযোগ্য। এই দুই লাইসেন্সে কপিরাইটের মালিকের কাছেই কপিরাইট অধিকার থাকে, তবে তিনি তাঁর কর্ম অন্যদের একই লাইসেন্সে অনুলিপি, বিতরণ, পুনর্মিশ্রণ ও বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেন, যতক্ষণ পর্যন্ত তাঁকে সম্পূর্ণরূপে কৃতিত্ব দেওয়া হয়। এই দুই লাইসেন্সে কেউ তাঁর সাহিত্যকর্মকে অনুবাদ করলে, অনুবাদক আলাদা কোন অ-মুক্ত কপিরাইটের দাবী করতে পারবেন না, তাঁকে এই দুই লাইসেন্সেই কপিরাইট মুক্ত করতে হবে।

 কোন কোন ক্ষেত্রে, কপিরাইটের মালিকেরা তাঁদের সাহিত্যকর্মকে ক্রিয়েটিভ কমন্স জিরো ১.০ ইউনিভার্সাল নামক পাবলিক ডোমেইন লাইসেন্সে মুক্ত করে দেন, যাতে অন্যরা তাঁর সাহিত্যকর্মগুলিকে তাঁকে কৃতিত্ব না দিয়েও যথেচ্ছভাবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যিনি কপিরাইট মুক্ত করছেন, তাঁর আর কোন কপিরাইট অধিকার থাকে না। এক্ষেত্রে অনুবাদকরা তাঁদের অনুবাদের জন্য অ-মুক্ত কপিরাইটের দাবী করতে পারেন এবং উইকিসংকলনে এই ধরণের সাহিত্যকর্মের বাংলা অনুবাদ রাখতে গেলে অনুবাদককেও উপরোক্ত দুই ক্রিয়েটিভ লাইসেন্সে তাঁর অনুবাদকর্ম মুক্ত করতে হয়।

প্রতীক সংক্ষেপে লেখকের
কপিরাইট
কৃতিত্ব
প্রদান
একই লাইসেন্সে
অনুলিপি ও বিতরণ
পুনর্মিশ্রণ বাণিজ্যিক
ব্যবহার
উইকিসংকলনে ব্যবহার
CC0 icon CC0
CC BY icon CC-BY
CC-BY-SA icon CC-BY-SA