হিতদীপ/উপকার

উইকিসংকলন থেকে
উপকার।

প্রকৃত ভূষিত নহে কুণ্ডলে শ্রবণ,
শ্রুতিই শ্রুতির হয় শোভন ভূষণ,
কঙ্কণ করের শোভা সাধিতে কি পারে?
যেমতি প্রদানে পাণি সুষমায় ধরে।
তেমতি করুণাপর মানবের কায়,
চন্দন হইতে উপকারে শোভা পায়।
দেখহে আনত হয় তরু ফলধর,
নব-জল-ভারে নত হয় ঘনবর,
সম্পদে স্ব-পদ হেরি না হয় গর্ব্বিত,
পর-উপকারে এই নিয়ম বিহিত।