পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী । y ՏԳԳ গুরুজনার ঘর নহে স্বতন্তর (১) বিলম্বে বাহির হনু । (২) আহা মরি মরি সঙ্কেত করিয়া কত না যাতনা দিনু ॥ বধুর পীরিতি আরতি (৩) দেখিয়া হেন মোর মনে করে। কলঙ্কের ডালা মাথায় করিয়া অনল ভেজাব ঘরে ॥ বঁধু আপনার দুখ মুখ করি মানে আমার দুখের দুর্থী। চণ্ডিদাসে কয় বঁধুর পীরিতি জগৎ হইল সুখী । ( २ ) সই কি হল্য কালুর জালা। রাতি দিন মন করে উচাটন হৃদয়ে জাগিছে কাল ॥ মুদিয়া নয়ন ঘুমাই যখন কান্তরে স্বপনে দেখি। মনের মরম তোমারে কহিএ শুন রে প্রাণের সখি ৷ ঘরে নাহি মন মন উচাটন কি না হল্য মোর ব্যাধি । কি জানি কি হয় বাচিতে সংশয় কহু না ইহার বুদ্ধি। সদাই আমার পরাণ-পুতলী কালুর চরণে বাধা। যে জন পীরিতে ও পাটপড়শী (৪) সদাই করএ বাধা ॥ ঘরে বহু তার আদর পীরিতি সে জনা চক্ষের বালি । না যাব তার বাড়ী ও পাটপড়শী দেই দেও (৫) যত গালি ৷ চণ্ডিদাসে বলে লোকের বচনে কিবা সে করিতে পারে। আপন সুখের মনের মানসে নিরবধি জপ তারে ॥ ( 9 ) জানিতাম পরিতি এমন বলিয়। তবে কি বাড়াতাম পা । পীৱিতি-বিচ্ছেদে পরাণ না রহে আল্যাইয়া পড়াছে গা ৷ সখি কহ না কি বুদ্ধি করিব দেখি । একে লোক-লাজ এ পাপ-পরাণ ঘরে থির নাহি থাকি ৷ আপনার বুড়া অঙ্গুলি চাপিয়া চলিতে নারিনু ধীরে। আমার কপালে বিধির লিখনে মিছা দোষ দিব কারে ॥ (১) আমি স্বাধীন নহি । (২) “ঘরে গুরুজন ননদী দারুণ বিলম্বে বাহির হনু ॥”—পাঠান্তর। (৩) আৰ্ত্তি । (৪) পাড়াপড়শী। (৫) যত পারে গালি দিক্‌ ৷ >ーや