পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকর্ত—১৫-১৮শ শতাব্দী। ృUరి যাহা ধেনু সব করতহি রব ত্যহি চলত জোরে (১)। শ্ৰীদাম সুদাম মধুমঙ্গল দেখত বলবারে (২) ॥ যমুনা-কুলে নীপহু মূলে লুঠত বনআরি (৩) । চন্দ্রশেখর ধূলি-ধূসর কহত প্যারি প্যারি ॥ দ্বিজ শু্যামাদাস । শ্রীকৃষ্ণের বাল্যলীলা । পাখানি নাচাইয়া নুপুর বাজাইয়া বসিয়া মায়ের কোলে। ঈষৎ হাসিয়া মাখন তুলিয়া আধ আধ বাণী বোলে ৷ কাচা মরকত নবনী-জড়িত মনোহর তন্থখানি। হাসিয়া হাসিয়া অমিয়া সিঞ্চিয় বোলে আধ আধ বাণী ॥ যাহা লাগি শিব ছাড়ি নিজ বৈভব বিরিঞ্চি ধ্যানে না পায়। দ্বিজ তামাদাসে বলে সেই গোপাল কুতূহলে নন্দ-গৃহে ধূলায় লোটায়। রামচন্দ্র । ইনি প্রসিদ্ধ বৈষ্ণব-কবি গোবিন্দ কবিরাজের জ্যেষ্ঠ ভ্রাতা, সংস্কৃতজ্ঞ মহাপণ্ডিত এবং নরোত্তম দাসের প্রিয় মুহৃদ ও মন্ত্রশিষ্য ছিলেন । থমকি থমকি মৃদুমন্দ মধুর গতি শব্দ ঘুঙ্গুর স্বতাল । বঙ্ক বলয়-ধ্বনি নুপুর-ঝনঝনি আধ আধ রোল রসাল। মরকত-অঞ্জন ইন্দুবদন ঘন মোহন-মুরতি তমাল। ঈষৎ মধুৰ তহি গিম দোলায়নি কর-পদ-পঙ্কজ লাল। ধরণী আনন্দিত অঙ্গ-বিরাজিত সুন্দর বাল-গোপাল । রামচন্দ্রকে প্রভু অখিল-কলা-গুরু ভকত-বৎসল জয়গোপাল ॥ কামদেব দাস । অামি না খাই জননি ননী । ভগড়ের ননী ভীড়ে আছে না বাধ জননী ৷ আর ছাওয়ালে ননী থায় তারে কত বাধে মায়। নন্দ ঘোষ ঘরে আইলে মাগিব বিদায়। (১) সেই স্থানে অতি বেগে চলিল, অর্থাৎ প্ৰৱন্ধ প্রভৃতির সঙ্গে যেন তাহার কোন প্রয়োজন নাই এই ভাণ করিয়া । (২) বলরামকে । (৩) শ্ৰীকৃষ্ণ ।