পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੇਟੋਕ਼=ਧੁ-ਭi੧ੜਤ5 | বৃন্দাবনদাস-প্রণীত। বৃন্দাবনদাসের জন্ম ১৫০৭ খৃষ্টাব্দে ও মৃত্যু ১৫৮৯ খৃষ্টাব্দে। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৪৫-৩৫৭ পৃষ্ঠায় দ্রষ্টব্য। চৈতন্য-সঙ্গিগণের আবির্ভাব ও তৎসময়ে নবদ্বীপের অবস্থা । কারো জন্ম নবদ্বীপে কারো চাটিগ্রামে । কেহো রাঢ়ে ওড্রদেশে শ্ৰীহট্টে পশ্চিমে । নানাস্থানে অবতীর্ণ হৈলা ভক্তগণ । নবদ্বীপে আসি হৈল সভার মিলন ॥ নবদ্বীপে হইব প্রভুর অবতার। অতএব নবদ্বীপে মিলন সভার ॥ নবদ্বীপ-হেন গ্রাম ত্রিভুবনে নাঞি । যহি অবতীর্ণ হৈলা চৈতন্ত-গোসাঞি ৷ সৰ্ব্ব-বৈষ্ণবের জন্ম নবদ্বীপ-গ্রামে । কোনো মহাপ্রিয়ের সে জন্ম অন্ত স্থানে ॥ চৈতন্ত্য-পার্ষদগণ । শ্ৰীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত । শ্ৰীচন্দ্রশেখর দেব ত্ৰৈলোক্য-পূজিত। ভবরোগ-বৈদ্য শ্ৰীমুরারি নাম যার। শ্ৰীহট্টে এ সব বৈষ্ণবের অবতার ॥ পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব-প্রধান। চৈতন্য-বল্লভ দত্ত বাসুদেব নাম ॥ চাটিগ্রামে হৈল ইহা সভার প্রকাশ । বুঢ়নে হইলা অবতীর্ণ হরিদাস ॥