পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান—বৃন্দাবনদাস—১৫০৭–১৫৮৯ খৃষ্টাব্দ । >>b〜? হেঁট মাথা করিয়া কান্দেন গদাধর। গদাধরের প্রশংসা । দেখিয়া সন্তোষে প্ৰভু বোলে বিশ্বম্ভর । প্রভু বোলে গদাধর তোমার স্বকৃতি । শিশু হৈতে কৃষ্ণতে করিলা দৃঢ় মতি৷ আমার সে হেন জন্ম গেল বৃথা-রসে। পাইলু অমূল্য নিধি গেল দিন-দোষে ॥ এত বলি ভূমিতে পড়িলা বিশ্বম্ভর। ধূলায় লোটায় সৰ্ব্ব-সেব্য কলেবর ॥ পুনঃ পুনঃ হয় বাহ পুনঃ পুনঃ পড়ে। দৈবে রক্ষা পায় নাক মুখ সে আছাড়ে। মেলিতে না পারে দুই চক্ষু প্ৰেম-জলে। সবে মাত্র কৃষ্ণ কৃষ্ণ শ্ৰীবদনে বোলে। দৈন্ত ও ভক্তি । ধরিয়া সভার গলা কান্দে বিশ্বম্ভর । কৃষ্ণ কোথা বন্ধু-সব বোলহ সত্বর ॥ প্রভুর দেখিয়া আৰ্ত্তি কন্দে ভক্তগণ । কারো মুখে আর কিছু না ঘুরে বচন। প্রভু বোলে মোর দুঃখ করহ খণ্ডন। আনি দেহ মোরে নন্দ-গোপের নন্দন ॥ এত বলি শ্বাস ছাড়ে পুনঃ পুনঃ কান্দে। লোটায় ভূমিতে কেশ তাহো নাহি বান্ধে। o এই মুখে সৰ্ব্বদিন গেল ক্ষণ-প্রায়। কথঞ্চিত সভা-প্রতি হইলা বিদায় ৷ গদাধর সদাশিব শ্ৰীমান্‌ পণ্ডিত। শুক্লাম্বর অাদি সভে হইল বিস্মিত । যে যে দেখিলেন প্রেম সভেই অবাক্য। অপূৰ্ব্ব দেখিয়া করে দেহে নাহি বাহ ॥ বৈষ্ণব-সমাজে সভে আইলা হরিষে। বৈঞ্চব-সমাজে আনুপূৰ্ব্বি কহিলেন অশেষ-বিশেষে। আলোচন । শুনিঞ সকল মহাভাগবতগণ । হরি হরি বলি সভে করেন ক্ৰন্দন ॥ শুনিঞা অপূৰ্ব্ব প্রেম সভেই বিস্থিত। কেহে বোলে ঈশ্বর বা হইল বিদিত ॥