পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ՀԳ8 পুরন্দর আচাৰ্য্য, রাঘব পণ্ডিত, হরি ভট্ট প্রভৃতি। ब्रॉखांब्र Gयंभुं ७ दांश्দেবের উত্তর । বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভক্তবৃন্দ-পাশে যাঞ পরিচয় লঞা। গোপীনাথ রাজা-স্থানে পুনঃ আইল ধাঞ।। গোপীনাথ বলে ভট্টাচাৰ্য্য মন কর। এই আগে দেখহ আচাৰ্য্য পুরন্দর। হরি ভট্ট এই এহেঁ পণ্ডিত রাঘব । এই নারায়ণ নাম পরম বৈষ্ণব ॥ কমলাকান্ত নাম এহেঁ এহেঁ কাশীশ্বর । বাসুদেব মুকুন্দের জ্যেষ্ঠ সহোদর ॥ এই শিবানন্দ এহেঁ আর নারায়ণ । এহে দেখ বল্লভ শ্রীকান্ত এহো হন। বহু কি বলিব আর সংক্ষেপে জানাই। সকল চৈতন্ত-ভক্ত যাত্রী কেহ নাই। রাজা সাৰ্ব্বভৌমে দোহে করে দরশন। ভক্ত-বৃন্দ চলে হোথা করি সংকীর্তন ॥ সিংহ-দ্বার পাছে করি চলে শীঘ্ৰগতি । দেখি সাৰ্ব্বভেীমে জিজ্ঞাসেন গজপতি ॥ জগন্নাথ-শ্ৰীমন্দির পৃষ্ঠদেশে খুঞা। চৈতন্তের বাসা কেনে চলিলেন ধাঞাঁ ॥ সাৰ্ব্বভৌম বলে রাজা নৈসর্গিক প্রেমা । আকৰ্ষিয় লএ এই তাহার মহিমা ॥ জগন্নাথ চৈতন্তে যদ্যপি এক হয়। তথাপি চৈতন্তে সে সহজ প্রেমোদয় ॥ শুনিঞ রাজার মনে আনন্দ হইল। অন্ত দিক্‌ পানে পুনঃ দৃষ্টি আরোপিল । দেখি রামানন্দাল্লুজ নাম বাণীনাথ । অনেক আত্মীয় লোক লঞা নিজ-সাথ ৷ বিস্তর প্রসাদ আদি নিজ সঙ্গে লঞা । চৈতন্তের বাসা দিকে চলে শীঘ্র হঞা ॥ দেখি গজপতি জিজ্ঞাসেন সাৰ্ব্বভৌমে। বাণীনাথ এত প্রসাদ লঞা যায় কেনে ॥ সাৰ্ব্বভেীমে বলে বাণীনাথ বিজ্ঞ হয়। অভিপ্রায় জানে এহেঁ চৈতন্ত-হৃদয় ॥