পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজের বাদশাহী ফাৰ্ম্মান লইয়া কলিকাতায় ফিরিয়া আসিলেন বটে, কিন্তু নবাবের প্রতিযোগিতা জন্য র্তাহারা বিশেষ किहूद्दे कब्रिटङ পারেন নাই। ইতিপূৰ্ব্বে কেবল আমরা ফারমানের একটা অংশ উদ্ধত করিয়া দেখাইয়াছি। যে অংশে ইংরাজের কলিকাতার পার্শ্ববর্তী ৩৮ খানি &risפ ক্রয় করিবার স্বত্ব পান, তাহাই দেখান হইয়াছে। কিন্তু ফরমানে ইহা ছাড়া আরও অনেক স্বত্বদানের কথা ছিল। এই ফাৰ্ম্মানের প্রতিলিপি, দক্ষিণাত্য ও গুজরাট প্রভৃতি স্থানেও প্রেরিত হয়, কারণ মান্দ্রাজ ও বোস্বায়ের বাণিজ্য-সম্বন্ধেও ইহাতে অনেক কথা ছিল। দক্ষিণাত্যের সুবাদার ও গুজরাটের নবাব, বাদসাহী হুকুম পাইবামাত্র তদনুযায়ী কাৰ্য্য করেন। কিন্তু বাঙ্গলায় সেরূপভাবে কাজ আরম্ভ হইল না। নবাব মুরশীদ কুলীৰ্থী অসমসাহসিক লোক ছিলেন, তিনি দিল্লী সরকারের দুর্বলতাও বুঝিতেন। ইংরাজদের উপর আবার তাহার সুনজর ছিল না। কাজেই এই গ্রামগুলি ক্রয়ের স্বত্ব পাইয়াও, ইংরাজের কার্য্যতঃ কিছুই করিতে পারিলেন না। নবাব মুরশীদকুলী খা, প্রকাশুভাবে বাদসাহের হুকুম অমান্ত করিতে সাহণী না হইলেও, গোপনে গোপনে জমীদারদের টিপিয়া দিলেন—ষেন তাহারা ইংরাজদিগকে এ গ্রামগুলি বিক্রয় না করেন । এই গ্রামগুলি পাইলে ইংরাজদের শক্তি বৃদ্ধি হইবে, কলিকাতার দক্ষিণে ও উত্তরে ভাগীরথীর উভয় কুলবৰ্ত্তী স্থানসমূহ, তাহদের দখলে আসিলে, সমুদ্রপথ হইতে কলিকাতা পৰ্য্যন্ত সমস্ত স্থানটা তাহাদের ক্ষমতার অধীনে আসিবে, অনেক মোগল-প্রজ ইংরাজের প্রজ হইবে। এই সব নানা কথা ভাবিয়া, নবাব মুরশীদকুলী, বাদসাহী ফারমানের নানারূপ কুটার্থ করিয়া এই সমস্ত গ্রাম বিক্রয় না করিতে অতি জমিদারদের গোপনে নিষেধ করিয়া দেন ।* hand as heretofore, and that they have the renting of the adjacent towns petitioned for, for which they are to buy from the respective owners of them and Duan and Subah give permission. Extract from Emperor Farruk-Shere's Phermand—East India Records No 593 A. D. 1717. A. H. 1129

  • বেহালা বড়িসার সাধর্ণ চৌধুরীগণ বাদসাহ জাহাঙ্গীরের আমল হইতে এই সমস্ত DDBB BB BBBBBBS DD BBBBBS BBB BBB BBB BBS DDDD DDS মতালুট কলিকাতা গোবিন্দপুর প্রভূতিগ্রাম বিক্রয়ের জন্য, সাবর্ণ জমীদার বিদ্যাধর রায়, নৰাৰ SSBBBB BBBB BBBBB BBS BBBB BBBB BBB BBD DDD S DDDD তিনি মুক্তিলাভ করিয়াছিলেন ।