পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@b"b" কলিকাতা সেকালের ও একালের মাসিক মাসিক - چاصي পদবী বেতনের হার পদবী বেতনের হার (আর্কটাটাকা) .|(আর্কট টাকা) (১)খানসাম৷ খৃষ্টানমুসলমান। পাঁচ টাকা | (১১) পেয়াদ আড়াই টাকা (২) চোপদার (হিন্দু) j (১২) বেহার Ֆ՝ (৩) প্রধান বাবুর্চি *» (১৩) ধোপাঁ (সমগ্র পরিবারের) তিন টাকা (৪) কোচম্যান - ** • (১৪) ঐ একজন ব্যক্তির দেড় টাকা (৫) পটুগীজ হেড মায়া চারি টাকা | (১৫) সহিস দুই টাকা (১৬) মশালচী ঐ (৬) জমাদার তিন টাকা | (১৭ নাপিত দেড় টাকা (৭) থিদমতগার 33 (১৮) পরচুলাসাজাইবারনাপিত ঐ (v) ႏို့ris} 罗 (১৯) পরচপরদার দুই টাকা (৯) সর্দার বেহার py (২০) মালী ঐ (১০) দ্বিতীয় আয়ী Fs (২১) ঘেসেড় ১০ টাক{ (२२) झाभौ (नभश्च अब्रिनांtद्रब्र)|श्रृंई प्लेकिी (২৩) ঐ (একজনের) এক টীকা (২৪) ভুল্ক বরদার 3, বর্তমানকালে চোপদার, মশালচী, পরচুলা-সাজাইবার নাপিত, (wigbarbar ) খরচ-পরদার, ছক্কাবরদার প্রভৃতি চাকর শ্রেণী লোপ পাইয়াছে। চোপদারের রূপার আসাসোটা লইয়া, মনিবের অগ্রপশ্চাত যাইত। মশালচীর কাজ ছিল—আলোক বা লণ্ঠন হস্তে পথ দেখান । “হু কী-বরদারেরা” প্রভূর তামাকু সাজিত। মনিবের আদেশ পাইবামাত্রই তাহারা গুড়গুড়ি লইয়া, তাহদের পিছনে দাড়াইত। এতদ্ব্যতীত “আবদার” বলিয়া আর একশ্রেণীর ভূত্য ছিল। গ্রীষ্মকালে সোরা প্রভূতির সহায়তায়, পানীয় জলকে শীতল রাখাই—ইহাদের কাজ ছিল । প্রাচীন কলিকাতার সাহেবেরা ফুরসীতে তামাকুর ধুম পান করিতেন। প্রত্যেক সাহেবের এক একজন থাস “হু কী-বরদার” থাকিত । কোন কোন ভোজক্ষেত্রে, নিমন্ত্রিত ব্যক্তিগণের সহিত, অন্যান্ত ভৃত্যের ন্যায় হকাবরদারকেও প্রভুর সঙ্গে যাইতে হইত। ভোজনের ব্যাপার শেষ হইয়া গেলে, গুলের আগুনে,খুব বড় কলিকায় উত্তমরূপে তামাকু সাজিয়া,হকা-বরদারের তাছাদের প্রভুর পশ্চাতে গিয়া দাড়াইত। সাহেবের ইচ্ছামত ধূম পান করিতেন । ১৭৭৯ খ্ৰীঃ অব্দেও হকা-বরদারদের প্রাধান্ত ছিল। ওয়ারেণ হেষ্টিংসের কলিকাতার বাড়ীতে উক্ত বৎসরে এক ঐক্যতান-বাদন ও ভোজোৎসব উপলক্ষ্যে অতিথিদিগকে অনুরোধ করা হয়—“আপনাদিগকে সন্ধানের সহিত জানান যাইতেছে, নিমন্ত্রণ-সভায় আসিবার সময় দয়া