পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। १8> ওয়ারেণ হেষ্টিংস, স্যর ইলাইজ ইম্পি, স্যর ফিলিপ ফ্রালিস প্রভৃতি অনেক পদস্থ কৰ্ম্মচারীদের গালাগালি দিয়া গিয়াছেন। এখনও এই জীর্ণ গেজেটের কপি বিলাতের ব্রিটিশ-মিউজিয়মে বর্তমান। পঁচিশ বৎসর পূৰ্ব্বে লেখক তাহার একখণ্ড বাধীন কাপি, সাবেক মেটকাফ-হল বা বৰ্ত্তমান ইম্পিরিরাললাইব্রেরীতে দেখিয়াছিলেন। ১৭৮৫ খ্ৰীঃ অঝে গর্ডন ও হে কোম্পানীর ছাপাখানা হইতে “ওরিয়েণ্ট্যাল-ম্যাগাজিন” নামক এক মাসিকপত্র বাহির হয় । ১৭৯১ খ্ৰীঃ অব্দে “কলিকাতা-ম্যাগাজিন” ও “ওরিয়েন্টাল-মিউজিয়াম” এই যুগ্মনামে আরও একখানি মাসিক সংবাদপত্রের জন্ম হয় । মেসাস হোয়াইট এও কোং ৫১ নং কসাইটোল ষ্ট্ৰীট হইতে ইহা বাহির করেন । ১৭৯২ খ্ৰীঃ অব্দে, ইণ্ডিয়া-গেজেটের নব পরিবর্তিত সংস্করণ বাহির বাহির হয় । এই সময়ে বিলাতের ও ইউরোপের নানা স্থানের সংবাদ এই কাগজে প্রকাশ হয়। তবে সে সময়ের কাগজে অণজকালকার মত টাটকা বিলাতী সংবাদ দেখিতে পাওয়া যাইত না—কারণ তখন টেলিগ্ৰাফও ছিল না এবং বিলাত হইতে কলিকাতায় জাহাজ আসিতে ছয় মাসের উপর সময় লাগিত। ফরাসীবিপ্লব, লুই ও বোৰ্ব্বে পরিবারগণের ফঁাসির ঘটনা—বারমিংহামের মহাদাঙ্গা, লর্ড কর্ণওয়ালিসের স্ত্রীরঙ্গপত্তন দুর্গ অবরোধ সম্বন্ধে, নানাবিধ সংবাদ, এই সব কাগজে থাকিত। তখনকার সংবাদপত্রের কৰ্ত্তারা, এই সব অতি বিলম্বিত বিলাতী সংবাদ পাইবার জন্য ই করিয়া থাকিতেন । কোন জাহাজ ভাগীরথী-মুখে ঢুকিয়াছে সংবাদ পাইবামাত্র, কাগুজে-কৰ্ত্তারা, দ্রুতগামী বোট ভাউলে পাঠাইয়া ভাগীরথীর মোহানা পৰ্য্যস্ত লোক পাঠাইতেন। শোনা গিয়াছে, অনেক সময়ে ইহঁারা কেজিরি পর্য্যন্ত গিয়া বিলাতী সংবাদ এই সব নবাগত জাহাজ হইতে সংগ্ৰহ করিতেন । ১৭৯৪ খ্ৰীঃ অব্দের ১লা নবেম্বর “কলিকাতা-মন্থলি-জর্ণল” বলিয়া, আর একখানি নুতন মাসিকপত্র বাহির হয়। ওয়েষ্টন লেন হইতে এ কাগজখানি বাহির হইয়াছিল। ইহার প্রিন্টার ছিলেন-জে, হোয়াইটু বলিয়া একজন সাহেব । 狼 ১৭৯৫ খৃঃ অবে ২০ জানুয়ারী ‘বেঙ্গল হয়করার” প্রাণ প্রতিষ্ঠা হয়। এখানি কলিকাতার দ্বিতীয় সাপ্তাহিক সংবাদপত্র। ওরিয়েন্টাল-ষ্টার আফিসে ইহা মুদ্রিত হইত। -