পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8叉 ৰঙ্গ ভাষার ইতিহাস। লঙ্কারেভূষিত হইয় রচিত হইয়াছিল। কিন্তু আমাদিগের ভূরদৃষ্টবশতঃ গ্রন্থখানি শেষ না হইতে হইতেই উহার মৃত্যু হয়। ১৬৮২ শকে কবিবর ভারতচন্দ্র নশ্বর তনু ত্যাগ করেন। ই হার সমকালে রাধানাথ নামক এক ব্যক্তি বর্তমান ছিলেন। সে ব্যক্তি কে ? কোথায় বসতি, তাহা জানিবার উপায় নাই। তিনিও কবিত্ব শূন্য ছিলেন না, বিদ্যাসুন্দরের কোন ংশে তাহার রচনা দৃষ্ট হয়। গুণাকর ভারতচন্দ্রের পর রামনিধি গুপ্তঃ আমাদিগের বর্ণনীয় বিষয় হইতেছেন । তিনি ১১৪৮ সালে কলিকাতার অন্তঃপাতি কুমারটুলি পল্লিতে জন্মগ্রহণ করেন । তিনি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির? অধীনে অনেক প্রধান প্রধান কৰ্ম্ম করিয়াছিলেন। আদিরস বর্ণনায় তাহার বিশেষ ক্ষমতা ছিল। তৎপ্রণীত সঙ্গীত সমুহ এখনো বঙ্গসমাজের আদরণীয় পদার্থ মধ্যে গণ্য হইয়। আসিতেছে। অত্যন্ত ধাৰ্ম্মিক ও সচ্চরিত্র মহো ন ন মধুৰীৱ নামে বিখ্যাত ।