পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9 Wy বঙ্গ ভাষীর ইতিহাস । ভাজন হইতে লাগিলেন। এক্ষণে সাধারণে দেখুন ! স্বদেশীয় ভাষা শিক্ষা দ্বারা জগতের কতদূর মঙ্গল সাধিত হইয়াছে। অতএব ব্যক্তি মাত্রেরই প্রথমতঃ স্বদেশীয় ভাষা উত্তমরূপ শিক্ষা করিয়া তৎপরে বিদেশীয় ভাষানুশীলনে প্রবৃত্ত হওয়া উচিত । এক্ষণে বিবেচনা করিতে হইবে, কিপ্রকারে দেশীয় ভাষার অনুশীলন বহু লক্কপে হইতে পারে। অপবুদ্ধির প্রভাবে এই মাত্র বল যtয় যে, বিদ্যামন্দির সংস্থাপনই তাহার প্রশস্ত উপায় । বিদ্যালয় সংস্থাপন পদ্ধতি সকল সত্য-জাতির মধ্যে প্রচলিত আছে। বঙ্গদেশেও এই প্রথ। বহু কালাবধি প্রচলিত হইয়া আসিতেছে । তাহারই বিবরণ বর্ণন করা বর্তমান প্রস্তাবের উদ্দেশ্য। কিন্তু বঙ্গদেশের ইতিবৃত্ত এতদূর অপরিজ্ঞেয় যে, প্রাচীনকালের কোন বিবরণই বিশিষ্টরূপ জ্ঞাত হওয়া যায় না। বঙ্গভাষার বিদ্যালয় সম্বন্ধে অধুনা যে সকল বিবরণ পাওয়া যায়, তাহারই সার মর্ম এস্থলে লিখিত হইল। যথাঃ–