পাতা:রঙ্গমল্লী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আয়ুষ্মতী »ፄ স্ববর্চস । ( ভিড় ঠেলিয়া পুরঞ্জয়ের কাছে আসিয়া ) চলিয়া যাবার আগে, জেনে যেতে চায় এরা সবে,— চোট তো লাগেনি কোথা’ ? পুরঞ্জয় লাগেনিক’—বাহিরে সে চোট । স্ববর্চস বিদায় এখন তবে ; তব তরে বিজয়-মুকুট লয়ে সবে ফিরিব আবার ; এখন বিদায় হই । (আয়ুষ্মতী, আৰ্য্যধন ও পুরঞ্জয় ব্যতীত সকলের প্রস্থান ) পুরঞ্জয় আৰ্য্যধন । আয়ুষ্মতী ! যে দারুণ—যে বিষম কথা বাধ্য হয়ে হইবে বলিতে, সংক্ষেপে সে বলি, শোনো ; যুদ্ধযাত্রাকালে যবে দেবীরে সুধামু ফলাফল,— কহিলেন দেবী মোরে দৈব ভাষে শোনো পুরঞ্জয় । লিচ্ছবির সহ রণে নিশ্চয় তোমার হবে জয় ; বৈশালীরে রক্ষণ আজি করিবে তোমারি তরবার, কিন্তু বলে জয় লভি ফিরিবে আলয়ে আপনার,— তখন প্রথম যারে দেখিবে সম্মুখে নিজ দ্বারে,— হোক পশু, হোক নর,—বলি দিতে হবে, জেন তারে - —তুই বাছ—তুই আয়ুষ্মতী—সৰ্ব্বাগ্রে ভোটলি মোরে আজ।-দেবী ! দেবী ! দেবী । এই তবে তোমার আদেশ সস্তালে সে বলি দিবে শক্ৰ হ’তে রক্ষিল যে দেশ ।