পাতা:রঙ্গমল্লী.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার పాషా প্রথম অন্ধ কি একটা এই দিকে আসছে। দ্বিতীয় অন্ধ ঠাকুর আসছেন,—ঠাকুর আসছেন,—তিনিই ফিরে আসছেন। তৃতীয় অন্ধ তিনিই আসছেন,—ছোট্ট ছেলেব মতন থুপুল থুপুস ক’রে ছুটতে ছুটুতে আসছেন। দ্বিতীয় অঙ্ক অাজকে আর কোনো কথা তোলা হ’বে না । অন্ধ স্থবির ও তো মানুষের পায়ের শব্দ বলে মনে নিচ্ছে না । ( একটা প্রকাণ্ড কুকুর বনে প্রবেশ করিয়া উহাদের সন্মুখ দিয়া চলিল। সকলে নীরব ) প্রথম অন্ধ কে যায় ? ওগো কে তুমি ? অন্ধজনে দয়া কর! অনেকক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছি । ( কুকুবট ফিরিয়া প্রথম অন্ধের দুই হাটুর উপর দুই থাব রাখিয়া দাড়াইল ) আঃ ! আঃ ! আমার হাটুর উপর এ কী দিলে ? এটা কী ? জানোয়ার নাকি ? কুকুর বুঝি ? ও-ও ! সেই কুকুরটা, অন্ধাশ্রমের কুকুরটা । আয় ! এই দিকে আয় !—আমাদের নিয়ে যেতে এসেছে । আয় ! এ দিকে আয় ! সকলে এদিকে আয় । এদিকে আয় ।