পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমানি হরিহর তাহার পিতার দিকে চাহিয়া বলিল “রামনাথের চিঠিখানা আপনার কাছে পড়ব কি বাবা ” মনোহর বাবু ঈষৎ রুষ্টভাবে বলিলেন “বেশ, পড়, শোনা যাক, সে কি তোমাকে জানিয়েছে।” হরিহর তখন তাহার পকেট হইতে চিঠিখান বাহির করিয়া সিদ্ধেশ্বরকে দিতে গেল ; বলিল "দাদা, তুমিই চিঠিখানা পড়ে শোনাও ” সিদ্ধেশ্বর বলিলেন "না, তুমিই পড়।” হরিহর পড়িল— “ভাই হরিহর বাড়ী পৌঁছিয়া আমাকে পত্র লিখিতে চাহিয়াছিলে, সে কথা বোধ হয় ভুলিয়া গিয়াছ। আমিই স্মরণ করাইয়া দিলাম। তোমার শরীর কেমন আছে লিখিও । অবকাশ-সময় বৃথা নষ্ট করিও না ; তোমাকে আগামী বৎসরে ইংরাজী সাহিত্যের পরীক্ষায় প্রথম শ্রেণীর শীর্ষস্থানে দেখিতে চাই। এত করিয়া বলিলাম, ইংরাজীর সঙ্গে সংস্কৃতেও অনার নেও ; তুমি সে সাহস পাইলে না। আমি কিন্তু বলিতেছি, তুমি যদি এখনও সংস্কৃতে অনার নেও, তাহা হইলে ইংরাজী ও সংস্কৃত দুই বিষয়েই উচ্চস্থান অধিকার করিতে পারিবে ; আমাদের মাতৃভাষারও গৌরব বৃদ্ধি হইবে ; তোমার বংশেরও মুখ উজ্জল হইবে । তোমার দাদা শ্ৰীযুক্ত সিদ্ধেশ্বর বাবুর সঙ্গে এখানে দেখা b粋ー&