পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি যাক, আমি স্পষ্ট কথায় তোমাকে জানাচ্ছি,তুমি কোন ভয় কোরে না । তোমার উদ্দেশু সাধু। তোমাকে যতই ভয় দেখাক না কেন, আমরা এই বাঙ্গলা দেশের যুবকদল, এই ইয়ং বেঙ্গল রেজিমেন্ট তোমার দিকে আছি। এই কথাটা তোমাকে জানাবার জন্তই এই চিঠিখান লিখলাম। তোমাকে আর বেশী বিরক্ত করব না। আমি দুই-একদিনের মধ্যেই কলিকাতায় পলায়ন করছি । বাড়ীতে আর থাকৃতে পারি না। কেন, তা তুমি ভালই জান । পত্রের উত্তর দিও। বাবার আদেশ ; যাবার সময় তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারব না। তুমি না হয় একটু ধূলে । যদি পায়ে থাকে) আমাকে চিঠির মধ্যে পাঠিয়ে দিও ; আমি তাই মাথায় নিয়ে পবিত্র হব । ইতি () তোমার মেহের ভাই—ইfরতর।” সিদ্ধেশ্বর বাবুর উত্তর ভাই হরিহর, তোমার পত্র পাইলাম। আশাব্বাদ করি, তুমি দীর্ঘজীবন লাভ করিয়া জ্ঞান, ধৰ্ম্ম ও মনুষ্যত্বে দেশের শীর্ষস্থানীয় স্থা ও । তুমি সত্যই বলিয়াছ, পাশাপাশি বাড়ী, অথচ পত্র লিখিয় কথাবাৰ্ত্তার আদান-প্রদান করিতে হয়, ইহার অপেক্ষা দুর্ভাগ্যের কথা মার কি হইতে পারে? ভগবানের নিকট প্রার্থনা করি, সত্ত্বর যেন এ লজ্জাকর বাধা দূর হইয়া যায়। কিন্তু, আপাততঃ যখন কাকা-বাবু এই দূরত্ব প্রতিষ্ঠিত করিলেন, তখন তুমি তাহার পুত্র, > RQ