পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি 6 এ বাধা অতিক্রম করিয়া পিতৃদ্রোহের পরিচয় দি ও না । এ উপদেশ দেওয়া আমার পক্ষে শোভন হইতেছে না, কারণ আমি পিতৃব্যদ্রোহী। কিন্তু, তুমি জান, আমি নানা কারণে বিশেষ বিপন্ন হইয়াই কাকা-বাবুর মতের বিরুদ্ধাচরণে বাধ্য হইয়াছি। সত্য ও দ্যায়ের অনুরোধেই সেদিন কাকাবাবুর প্রতি রুঢ় আচরণ করিতে বাধ্য হইয়াছিলাম, এবং এ কথা বলিলে সত্যের আপলাপ করা হয় যে, সাময়িক উত্তেজনা ও আমাকে কথঞ্চিৎ অধীর করিয়াছিল । আমার সেদিনের আচরণে আমি নিজেই বিশেষ ক্ষুব্ধ হইয়াছি ; নীরবে সমস্ত অপমান সহা করিয়া আসিলেই ভাল করিতাম । বলিতে কি, আমি আত্মগৰ্ব্ব ও মর্য্যাদাকে সেদিন একটু উচ্চ আসনে বসাইয়াছিলাম। অহংকে এতটা প্রশ্রয় দেওয়া ভাল হয় নাই। আমার অনুরোধ, তুমি সেদিনের আমার ব্যবহার ভুলিয়া যাইও ; এবং তোমার দাদার এই সাময়িক উত্তেজনা-জনিত ধৃষ্টতাকে উপেক্ষা করিও । আরও একটা কথা মনে রাখিও, আমি সামান্ত মানুষ ; মানুষের যে সমস্ত দুৰ্ব্বলতা, তাঙ্গ আমার মধ্যে পূর্ণমাত্রায় বিরাজমান। আমাকে তুমি কোন দিন তোমার আদর্শস্থানীয় করিও না ; তাহা হইলে আমার মত তুমিও সহস্র অপরাধে অপরাধী হুইবে । এত কথা তোমাকে বলিবার উদ্দেশু এই যে, তুমি কখন আমার পন্থা অনুসরণ করি ও না। আমি আমার পিতৃব্যকে অপমানস্থচক কথা বলিয়াছি, অতএব তুমিও তাহা করিতে পার, এ কথা মনেও স্থান দি ও না । মনে রাপিও, তিনি তোমার う。や