পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশ (সুরবংশ ) [ 886 J বঙ্গদেশ (সূরবংশ ) তিন মাস অবস্থিতি করিলেন । অবশেষে কোরাণ স্পর্শ করিয়া ৰাঙ্গাঙ্গার স্বাধীন পাঠান সম্পতি4র্গ । শের অঙ্গীকার করিলেন যে, যদি হুমায়ুর তাছাকে বাঙ্গালী ও খঃ হিঃ অঃ স্বজেশ্বর जांभग्निक ग्निह्नौवद्भ বেহারের অধীশ্বর বলিয়া স্বীকার করেন, তাহা হইলে তিনি সম্রাটের প্রতিগমনের কোন প্রতিবন্ধকতা করিবেন না। এই সংবাদ শুনিয়া মোগলের কিঞ্চিৎ অসাবধান হইয়া আমোদ প্রমোদ করিতে লাগিল ; এবং রাত্রিকালে শের তাহাদিগকে বিশ্বাসঘাতকতাপুৰ্ব্বক সহসা আক্রমণ করিয়া পরাজিত করিল। চুমায়ুন অতি কষ্ট্রে গঙ্গা সস্তরণ করিয়া প্রাণরক্ষা করিলেন এবং অত্যর সহচর সঙ্গে আগ্রায় উপস্থিত হইলেন। অতঃপর শের শী বাঙ্গালীয় শাসনকার্য্যের বঙ্গোবস্ত করিয়া ৯৪৬ হিঃ শেষভাগে ৫০ হাজার পাঠান সৈন্ত লইয়া হুমায়ুনের বিরুদ্ধে পুনরায় যুদ্ধযাত্রা করিলেন। কনোজের নিকট উভয় পক্ষে যুদ্ধ বাধিল (১৫৪০ খৃষ্টাব্দে); হুমায়ুন পরাস্ত হইয়া পারস্তে প্রস্থান করিলেন। শের দিল্লীশ্বর হইলেন । শের যখন দিল্লীশ্বরের বিরুদ্ধে যুদ্ধোস্যম করেন, তখন তিনি থিজির থাকে বাঙ্গালার শাসনকর্তা নিযুক্ত করিয়া যান। খিঞ্জির ধ। এই পদোন্নতির পর বঙ্গের শেষ স্বাধীন নরপতি মাক্ষদ শাহের কন্যার পাণিগ্রহণ করেন । সেই স্বত্রে পূর্ব রাজবংশের অনুগৃহীত অনেক আফগান তাহার দলভূক্ত হয়। তাহাতে ম্পৰ্দ্ধিত হইয়া খিজির স্বীয় প্রভু শের খাঁর অধীনতা অমান্ত কবিয়া রাজদ্রোহিতার ভাব প্রকাশ করেন । এই বিদ্রোহ নিবারণার্থ শের থাকে আর একবার বাঙ্গালায় আসিতে হয় । তৎপরে তিনি এদেশকে কয়েক খণ্ডে বিভক্ত করিয়া, প্রত্যেক থণ্ডের এক এক জন শাসনকৰ্ত্ত নিযুক্ত করেন। তাহদের সকলের কার্য্যাবলী পরিদর্শন করিতে কাজী ফজিলাৎ নামে একজন উচ্চতম কৰ্ম্মচারী নিযুক্ত হন। তদনন্তর ১৫৪১ খৃষ্টাব্দে তিনি আসিয়া প্রত্যাবৃত্ত হইলেন। সেখানে ১৫৪৫ খৃষ্টাব্দে শেরের মৃত্যু ঘটে। তাহার চরিত্র লক্ষ্য করিলে ধৰ্ম্ম ও পাপের সমস্রোত প্রবাহিত দেখা যায়। তিনি একজন সমরকুশল সেনাপতি হইলেও বিশ্বাসঘাতকতায় স্বীয় চরিত্র কলঙ্কিত করিয়াছিলেন, লোকহিতকর কার্য্যেও তাছার মতি ছিল। তিনি উংপয়ের এক চতুর্থাংশ রাজকর ধরিয়া বাঙ্গালার ভূমির বন্দোবস্ত করিয়া যান ; এই বন্দোবস্ত অবলম্বন করিয়াই অকবর শাহের সময় এতদেশে রাজস্ব নিৰ্দ্ধারিত হয় । শের শাহ স্ববর্ণগ্রাম হইতে সিন্ধুনদ পৰ্য্যন্ত একটা রাস্ত প্রস্তুত করাইয়া তাহার ধারে বৃক্ষবসান এবং প্রয়োজনানুরূপ পান্থনিবাস নির্মাণ ও কূপ খনন করান। তিনিই প্রথমে ভারতবর্ষে ঘোড়ার ডাকের সৃষ্টি করেন। উহার রাজত্বে দম্যভয় ছিল না। পথিক ও বণিকগণ স্ব স্ব দ্রব্য পখি মধ্যে নিঃক্ষেপ করিয়া স্বচ্ছদে নিজ ঘাইত। XVII ১১২ ১৩৩৬ ৭৩৭ ফখর উদ্দীন মুবারক শাহ মহম্মদ তোগলক ৭৪২ আলাউদ্দীন আলি শাহ (গৌড়) ঐ ১৩৪১ ১৩৪৩ ৭৪৪ ইলাস শাহ (গৌড়) Ֆ ১৩৪৬ ? গাজি শাহ (পূৰ্ব্ববঙ্গ) ծ ১৩৫২ ? ইলয়াস শাহ(সৰ্ব্ববঙ্গ) ফিরোজ শাহ ১৩৫৮ ৭৫৯ সেকন্দর শাহ ձ ১৩৬৮ ৭৬৯ গিয়াস উদ্দীন শাহ ৰিন সেকন্দর ঐ ১৩৭৪ ৭৭e সৈফ উদ্দীন বিন গিয়াসউদ্দীন মহম্মদ শাহ ১৩৮৪ ৭৮৫ হামজা সুলতান উস্-সলাতিন নসিরৎ শাহ ? ? শাহাব উদ্দীন বয়াজিদ শাহ মাহ্মদ শাহ ১৩৮৬ ৭৮৭ রাজা গণেশ శ్రీ ১৩৯২ ৭৯৪ জলালউদ্দীন মহম্মদ শাহ বিন গনশা খিজির খাঁ। ১৪০৯ ৮১২ আহ্মদশাহ বিন্‌জলাল মুবারক শাহ ১৪২৭ ৮৩, নাসির উদ্দীন মাস্ক, শাহ আলম শাহ ১৪৫৭ ৮৬২ বাৰ্ব্বক শাহ বহলোল লোদী ১৪৭৪ ৮৭৯ ফুসুফশাহ বিনু বাৰ্ব্বক Ֆ ১৪৮২ ৮৮৭ সেকমার শাহ ծ ১৪৮২ ৮৮৭ ফতে শাহ Ֆ ১৪৯১ ৮৯৬ সুলতান শাহজাদা थे ১৪৯২ ৮৯৭ সৈফ উদ্দীন ফিরোজ শাহ হাবলী ঐ ১৪৯৪ ৮৯৯ নাসির উদ্দীন মাহ্মদ সেকনার ১৪৯৫ ৯• • মুজঃফর শাহ হাবলী δή ১৪৯৮ ৯০৩ আলাউদ্দীন সৈয়দ হুসেন শাহ శ్రీ ১৫২১ ৯২৭ নসরত শাহ ইব্রাইম ও বাবর ১৫৩২ ৯৩৯ ফিরোজ শাহ ৩য় হুমায়ূন ১৫৩৪ ৯৪° মাহ্মদ শাহ বিন হুসেন শাহ-ইনিই প্রকৃতপক্ষে শেষ স্বাধীন নরপতি । ১৫৩৭ ৯৪৪ ফরিদ উদ্দীন শেরশাহ ծ ১৫৩৮ ৯৪৫ হুমায়ুন—ইনি গৌড় বা জয়তাবাদে রাজপাট স্থাপন করেন । ১৫৩৯ ৯৪৬ শেরশাহ ( পুনরায় ) ১৫৪৫ ৯৫২ মহম্মদ খাঁ ( তৃতীয় শাসনকাল । ) শের শার মৃত্যু হইলে, তৎপুত্র ইসলাম শাহ (মতান্তরে লেলিন শাহ ), মহম্মদ খাঁ স্বরকে বাঙ্গালার শাসনকর্তা নিযুক্ত করিলেন। ইসলাম মানবলীলা সংবরণ করিলে, তাহার শুনকে বিনাশ করিয়া তদীয় খালক আদিল শাহ দিল্লীশ্বর