পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। নয়নে নয়নে বুকে বুক উভয় মেলে হইয়া কৌতুক তবে যে দেখলে না সাইর রূপ নবী নযরে । তুস্ত তুস্ত করিল কাহার সেই কথাটি শুনতে চমৎকার ; সিরাজ সাই কয়, লালন তোমার বোঝ জ্ঞান-দ্বারে । নিগুঢ়-প্রেম কথাটি আমি শুধাই কার কাছে । কোন প্রেমেতে আল্লা-নবী মিশলেন মে’য়ারাজে । কোন প্রেমের প্রেমিক ফাতেমা, সাইকে করলেন পতি-ভজন। কোন প্রেমেরি দায় ফাতেমারে সাই, মা বোল বলেছে । মিয়ারাজ ভাবেরি ভুবন গুপ্ত ব্যক্ত আলাপ হয় দু’জন কে পুরুষ আকার কে প্রকৃতি তার প্রমাণ কি লিখেছে ।