b〜>b বঙ্গ-সাহিত্য-পরিচয়। ধারাধর-বরিষণে ধরা ভেল সুখী। সন্তোষে সর্ব্বথা নৃত্য করে সব শিখী॥ কলকল করি ভেক করে কোলাহল। বেদগান-বক্তা যেন বিদ্বান সকল। তরু লতা তাপেতে তাপিত ছিল দৈন্ত। পুনঃ প্রতি পাইল পল্লব পরিপূর্ণ। মৃত্তিক হইতে উঠিল বহু তৃণ। ব্যাপক হইয়া নিবারিল পদচিহ্ন॥ পুরিল তড়াগ কূপ দিঘী সরোবর। নদ-নদীগণ স্রোত বহে থরতর॥ শুক্লপক্ষান্বিত ভেল কমল প্রকাশ। জলচরগণ ভেল পরম উল্লাস॥ হংস বক শারী শুক ডাহুক ডাহুকী। কলরব করিয়া বেড়ায় সব পার্থী॥ কৃষিগণ কৃষিকর্ম্ম করয়ে কৌতুকে। শস্ত্যাদি রোপিয়া জল বান্ধি বান্ধি রাখে॥ কথন বা মেঘাকারে গরজে গগন। কখন বা ঝড় বৃষ্টি প্রকাশে কখন॥ বাণিজ্যের গণ করে বাণিজ্য ভরসা। বিহঙ্গম বিহঙ্গমী আসি করে বাসা॥ বরিষায় গোষ্ঠে কৃষ্ণ চরায় গোধন। অবিরত জলধারে ভীত ধেনুগণ॥ তিতয়ে গোধন অতি দুঃখ নাহি তায়। ঠাঞি ঠাঞি চরি চরি উদর ভরয়॥ সঞ্চিত জলধর যখন বরিষয়। পর্ব্বত-গুহায় কৃষ্ণ শিশু-সঙ্গে রয়॥ ধবলী ফিরায় মেঘ হইল প্রসন্ন। পাষাণ ঘুচিয়া কভু থান দধি অন্ন॥ এই মত গোষ্ঠলীলা দিবসে দিবসে। সকালেতে যান পুনঃ আইসে দিবাশেষে। গোবত্স চরান সুখে সুন্দর মুরতি। ধেনু সব অধিক হইল দুগ্ধবতী॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪৮
অবয়ব