পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ व्लझल! मश्लू নি বাৰ বিরহানল ও লাবণ্যমীরে । ঘরে পরে সুবে হল অতি প্রতিকূল । মিলন করাৰে কেবা হয়ে অনুকুল। এ ৰূপে মজনুর মন বিষম ব্যাকুল । দুঃখের সাগরে ভাসে নাহি দেখে কুল । বসন ভূষণ সব ফেলে দিল দুরে । অচেতন হল মুখে বাক নাহি স্ফুরে । কতক্ষণে পেয়ে জ্ঞান উন্মাদের প্রায় । ভাবিনীর ভাবে আঁকিনীরে ভেসে যায় !! কহে ওহে প্রাণ তুমি ত্যজহ আমারে । প্রিয় ছাড়া হলে আর কি কাজ তোমারে । যে প্রেম অমৃত বলি করিলাম পান। এখন সে প্রেম যেন গরল সমান । দংশিতেছে বিচ্ছেদ ভুজঙ্গ সৰ্ব্ব কায়। হল প্রাণ ওষ্ঠাগত বিষমূ জ্বালায় । এস প্রাণ সোহগিনি মুখে দেহ নীর। বাক্যামৃত বরিষণে জুডাও শরীর। এত বলি কাদে মজনু বিরস বদন । প্রেয়সীর প্রেমার্ণবে হইয়ে মগন ।