পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Es লয়লা মজুত্বে । বিনোদিনী বিনা মোর সকলি অসার । বনে গিয়ে যোগাসন করিয়ে বসিব । প্রেয়সীরে পাইবারে তপস্যা করিব । এত ভাবি চলে মজুনু নিবিড় কালনে । স বস্ব ত্যজিয়ে প্রিয়াকপ ভাবি মনে ॥ যখন প্রেমিকবর কাননে পশিল । " বির কু অনল তার বিষম বাড়িল । সে অললে বন জ্বলে দেখ“চমৎকার { যেন ঘোর দাবানল হইল সঞ্চার । পশু পক্ষি পতঙ্গাদি ত্যজিয়ে সে বন । প্রাণ লয়ে অন্য বনে করে পলায়ন । সমাধি করিয়ে মজনু বসিল কাননে । প্রিয়ার মোহন মূৰ্ত্তি ধ্যান করি মনে । ক্ষুধা তৃষ্ণ নিদ্র। অাদি কিছু নাহি হয় । ভাবিনীর ভাবা মৃত পরনে বেঁচে রয় । এখানে ভূপতি শুনি সেই সমাচার । নয়নের জলে ভাসে করে হাহাকরি। শিরে যেন ৰজাঘাত হইল তাহার । বলে বিধি দিয়ে নিধি হরিলে আবার H অধিীর আলিয় মোর আলোময় করি । কেন পুন সেদিীপ লুকালে জহামার।