বিষয়বস্তুতে চলুন

পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা, মজুনু । بیانیه উপনীত হৈল এক সরোবর তীরে। নীর অতি নিরশ্নল করে ঢল ঢল। ডুবিয়ে রয়েছে তায় একটি কমল ৷ হেরি তার উপজিল চমৎকার ভাব । বুঝ লোক পিরীতের কেমন প্রভাব ৷ বলে প্রিয়ে বুঝি মোর বিরহে দহিয়ে । জলে ডুবে মরিবে হে অধৈৰ্য হইয়ে। প্লিয়ে তুমি প্রাণ হইতেও বড় ধন। কেমনে দেখিব তুমি হইবে নিধন। এত বলি কঁপি দিয়ে পড়িয়ে সে জলে । ধরিলেন বীর সেই অমল কমলে । তীরেতে তুলিতে তায় করেন যতন । । মৃণাল সহিত তাহ হল উৎপাটন। প্রেমাবেশে ঘন ঘন করেন চম্বন। ক্ষণে ক্ষণে হৃদয়েতে কক্সেন স্থাপন ৷ কিছুতে বুঝিতে নারে দেখ চমৎকার। সাবসি সাবাসি ওরে পিরীতি বিকার ॥ ক্ষণেক বিলম্বে ধীর হৈল সচেতন । হায় হায় করি শেষে করেন ক্ৰন্দন ॥ জল হতে স্থলে পরে উঠিলেন ধীর । দুনয়নে ঝর ঝর ঝরিতেছে নীর ॥