পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] তীতের প্রতি পত্র । ున& বিপক্ষ তোমাদের কোন দোষ ধরিতে না পারাতে ৯ লজ্জিত হইবে । এবং দাসগণ চৌর্য্য কিম্বা আপন ২ প্রভুর বাক্যেতে কোন প্রত্যুত্তর না করিয়া বশীভূত ১ ও হওন পৰ্ব্বক যাহাতে কৰ্ত্তার সন্তোষ জন্মে ও উত্তম 2、 বিশ্বস্ততা প্রকাশ হয়, এ প্রকারে তাবৎ কৰ্ম্ম করিয়া সৰ্ব্ব বিষয়ে আমাদের ত্ৰাণকৰ্ত্ত ঈশ্বরের উপদেশ ভূষণ করিতে তাহাদিগকে শিক্ষা দেও। ১১ ঈশ্বরের যে পরিত্রাণজনক অনুগ্রহ সৰ্ব্ব (প্রকার) ১২ মনুষ্যদের নিকটে প্রকাশিত হইয়াছে, তাহাদ্বারা অ|মরা যেন অধৰ্ম্ম ও সাংসারিক অভিলাষ ত্যাগ করণ পূর্বক এই বর্তমান সংসারে সতর্ক ও ন্যায়বান ও ১৩ ঈশ্বরসেবক হইয়া কাল যাপন করি, এবং আনন্দপ্রাপ্তির প্রত্যাশাতে আপনাদের মহান ঈশ্বর ত্রাণকৰ্ত্ত যীশু খ্রীষ্টের তেজঃপ্রকাশ হওনের অপেক্ষাতে ১৪ থাকি, এমন শিক্ষা পাই তেছি । কারণ তিনি আমাদিগকে সমুদয় পাপহইতে মুক্ত করিতে এবং সৎক্রিয়াতে উদ্যোগি আপনার কোন বিশেষ লোকদিগকে পবিত্র করিতে আমাদের জন্যে আপন প্রাণ ১৫ দিলেন । এই সকল কথা কহিয়৷ তাবৎ ক্ষমতার দ্বারা উপদেশ ও অনুযোগ কর ; তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না । ৩ - অধ্যায় । ১ কি প্রকার উপদেশ দিতে হয় তাহার নির্ণয় ১২ ও ভীডের প্রতি পৌলের বিনয় ও পত্রের সমাপ্তি । ১ কর্তৃত্বের ও শাসনপদের অধীন হইয় তাহদের অণজ্ঞা পালন করিতে ও তাবৎ সৎক্রিয়াতে প্রস্তুত ২ থাকিতে, ও পরনিন্দ না করিতে, এবং নিৰ্ব্বিরোধ 695