V)為8 তীতের প্রতি পত্র । [২ অধ্যায় । ইতিহাস ও সত্য ধৰ্ম্মহইতে পরাঞ্জাখ লোকদিগের আজ্ঞা না মানিয়া তাহারা যাহাতে খ্ৰীষ্টধৰ্ম্মেতে প্র- ১৪ কৃত ধাৰ্ম্মিক হয়, এমত ৰূপে তাহাদিগকে দৃঢ় অনুযোগ কর । যাহারা নিজে নিৰ্ম্মল, তাহদের নিক- ১৫ টে সকলি নিৰ্ম্মল ; কিন্তু যাহারা নিজে অপবিত্র ও অবিশ্বাসী, তাহদের নিকটে কোন বস্তুই শুচি হয় না, কারণ তাহীদের জ্ঞান ও মন অশুদ্ধ । ঈশ্বরকে ১৬ জানি, ইহা তাহারা বাক্যেতে বলে ; কিন্তু কৰ্ম্মেতে নাস্তিক হইয়া গৰ্হিত ও অনাভাবহ হইয়া তাবৎ সৎক্রিয়াতে অকৰ্ম্মণ্য হয় । ২ অধ্যায় । ১ বৃদ্ধ স্ত্রী ও যুবলোক ও দাসদিগকে কিরূপ উপদেশ দিতে হয় তাহার নির্ণয় ১১ ও সুসমাচারের অভিপ্রায় । তুমি হিতোপদেশের উপযুক্ত কথা কহ, এবং যা- ১ হাতে প্রাচীন লোকেরা সচেতন, ও ধীর, ও সতক ২ হইয়া প্রকৃত বিশ্বাস ও প্রেম ও ধৈৰ্য্যেতে সুস্থির হয় ; এবং প্রাচীনারাও যাহাতে অপবাদকারিণী ও ৩ অপরিমিত মদ্যপায়িনী না হইয়া, পবিত্র লোকদের সদৃশ শুদ্ধাচারিণী ও সুশিক্ষাকারিণী হয়, বিশেষতঃ ৪ ঈশ্বরের বাক্য যেন অনিন্দিত হয়, এই জন্যে তাহারা যাহাতে নবীন নারীদিগকে পতিতে অনুরক্ত, W3 সন্তানসুেহবতী, ও সতর্ক, ও শুচি, ও গৃহিণী, ও ৫ উত্তম, ও স্বামিবশীভূত হইতে প্রবৃত্তি দেয়, (এমত শিক্ষা দেও।) আর যুবদিগকেও সতক হইতে বিনয় ৬ কর । এবং সৰ্ব্ববিষয়ে আপনি সৎক্রিয়াতে দৃষ্টান্ত- ৭ স্বৰূপ হইয়া উপদেশে নির্দোষতা ও ধীরতা ও স রলতা ও অদুষ্য হিতবাক্য প্রকাশ কর, তাহাতে ৮ 694
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৪
অবয়ব