পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । ●● যুড়ি ঘুরিতেছে তিন লোকে ; কেমনে, হে ভাগ্যবান, কেমনে সে লভিলা তাহারে ? কহ মোরে ধন্ত হই শুনি ॥” নীরবিলে বীণাপাণি, বন্দি ঋষিবরে, উত্তরিল। ভূধরেন্দ্র ; “সত্য যা শুধিলে, তত্ত্বজ্ঞানি ; কেমন কেমন ভাব দেখি তনয়ার, ন। পারি বুঝিতে অামি । উদাসীন সম যেন, নহে লিপ্ত ; অস্তমনা সদা । বয়েবৃদ্ধি সহ বুদ্ধি স্থির হবে ভাবি, ছিন্তু এতদিন মোরা ; কিন্তু সেই চিন্তা এবে দূর-পরাহত। পরিণয় তরে চর প্রেরি নানা পুরে, বিফল সে মনোরথ হ’য়েছে ক্রমশঃ । ব্যাকুল হয়েছি উভে, আমি রাণী সহ । উপায় উপায়হীনে কহ দয়া করি যদি, ভব-মুক্ত, ভক্তিভাবে তবে শুনি ধস্থ্য মানি ৷” এত শুনি ঋষিশ্রেষ্ঠ, বিশিষ্ট বচনে, কহিলেন মিষ্টভাযে ; “না চিন্তিও গিরিবর ; এই ভাব পরিণ’ ঔষধে মুক্ত হয়, হেন আমি দেখিয়াছি কত । সুযোগ্য সুবর, দিতে পারি অানি আমি, গ্রহ সে যদ্যপি । কিন্তু সত্য তথ্য আমি গোপন করি না ;