পাতা:কৌত্তক বিলাস.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ાન কৌত্তক বিলাস । শয়ন গোপনে দুজনে হয় কথোপকথন ৷ এইমস্ত ছয় মাস হয় বহির্গত । তিল আদর্শনে মনে রাজা বিষ দত । বাড়িল অধিক প্রেম মহারাজ সনে । গুম্‌বোদ্ধা সেই জন মানে গুণিজনে । স্ত্র শ্যাম কহিছে প্ৰেম অধি ক যে খানে । দাৰূণ বিচ্ছেদ ভাই ঘটে সেই স্থানে n · রাজ কর্তক জহরির শাসন । পয়ার। একদিন মহারাজ সুনি করি পরে। ইষ্টদেবে পূজা করে বসিয়া মন্দিরে ॥ উপহার লয়ে বৈসে দ্বারে জহরির। অচ্চনা করিছে তেঁহ খণ্ড পরশুর । এক কুশ৷ সনে বসি ধ্যান করে হরে । আর এক কুশাসন রাখে তথাকারে । কি জানে কখন যদি আসে কোন জন । বসিবার তরে তার রাখিল আসন ৷ হেনকালে বাণেশ্বর তথা উপনীত। দেখিয়া ব্ৰাহ্মণ তেহ কহিছে ত্বরিত ৷ ইদংকুশাসনং বলে অঙ্গুলী হেলায়। বৈস এই অনুভব তাহাতে জানায় ৷ শুনিয়া পণ্ডিত তারে কহেন বচন । ইদং কুশাসনং বলে করিল গমন । রাজার সহিত নাহি করে সম্ভাষণ ক্ৰোধ মনে নিকেতনে গেলেন ব্রাহ্মণ ॥ ইহার ভাবাথ তিনি বুঝিতে নারেন । গুণবোদ্ধা মহা রাজ ইঙ্গিতে বুঝেন। ইদং কুশাসনং মম মিথ্যা ইঙ্গ নয়। সুশাসন থাকিলে এমন নাকি হয়। ব্রাহ্মণ বর্ণের গুরু জানে জগজন ন কৈল প্রণাম বেটা কিসের পজন উঠিয়া না অভ্যর্থন। দ্বিজবরে করে । তেকারণ কুশাসন